সোমবার ০৪ আগস্ট ২০২৫, শ্রাবণ ২০ ১৪৩২, ০৯ সফর ১৪৪৭

রাজনীতি

তারেক রহমান আসবেন, নেতৃত্ব দেবেন- শাহবাগে ছাত্রদলের সমাবেশে ফখরুল

ওএনপি২৪ নিউজ ডেস্ক

 প্রকাশিত: ২১:৩৭, ৩ আগস্ট ২০২৫

তারেক রহমান আসবেন, নেতৃত্ব দেবেন- শাহবাগে ছাত্রদলের সমাবেশে ফখরুল

ছাত্রদলের আয়োজনে ঐতিহাসিক অভ্যুত্থান দিবসে সমাবেশে বিএনপির নেতারা।

জুলাই-আগস্টের ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রদলের আয়োজনে রাজধানীর শাহবাগে অনুষ্ঠিত সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “দেশবাসী অপেক্ষা করছে ফেব্রুয়ারিতে নিরপেক্ষ নির্বাচনের জন্য। তার আগেই মানুষ আশায় আছে, আমাদের নেতা তারেক রহমান দেশে ফিরে আসবেন, নেতৃত্ব দেবেন, পথ দেখাবেন।”

আজ রোববার বিকেলে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির মহাসচিব এ কথা বলেন।
তিনি জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে দলের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে আলোচনা করে নির্বাচন–কেন্দ্রিক প্রস্তুতির রূপরেখা ঠিক করেছেন। ফখরুল বলেন, “আমাদের নেতা সিদ্ধান্ত নিয়েছেন, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। গোটা দেশ অপেক্ষায় আছে তাঁর প্রত্যাবর্তনের জন্য।”

ছাত্রদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, “আমাদের মেধা ছাড়া সামনে এগোনো সম্ভব নয়। জ্ঞান ও বিজ্ঞানের চর্চা এবং মেধার বিকাশের মাধ্যমেই ভবিষ্যতের নেতৃত্ব গড়ে তুলতে হবে।”

শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ

বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে কড়া অভিযোগ তুলে তিনি বলেন, “ফ্যাসিস্ট হাসিনা প্রতিবেশী দেশ ভারতে আশ্রয় নিয়ে সেখান থেকেই বাংলাদেশে অশান্তি সৃষ্টির ষড়যন্ত্র করছে।” তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকার নানা উপায়ে দেশে বিভ্রান্তি ও গোলযোগ তৈরির চেষ্টা চালাচ্ছে।

এসব পরিস্থিতির মোকাবিলায় জাতীয় ঐক্যের ডাক দেন ফখরুল। বলেন, “আজকের এই সমাবেশ থেকে শপথ নিতে হবে—শেখ হাসিনাকে আর এই দেশে রাজনীতি করতে দেওয়া হবে না। আমাদের কেউ মাথা নত করবে না। আমরা নিজেরাই আমাদের দেশ গড়ে তুলব।”

তারেক রহমানের ভার্চ্যুয়াল অংশগ্রহণ

সমাবেশ শুরু হয় দুপুর আড়াইটার দিকে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলামের বক্তব্যের মাধ্যমে। এরপর ভার্চ্যুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পবিত্র কোরআন তিলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হয়।

ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীনের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, আসাদুজ্জামান রিপন, চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব-উন-নবী খান সোহেল, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি প্রমুখ।