সোমবার ০৪ আগস্ট ২০২৫, শ্রাবণ ২০ ১৪৩২, ০৯ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

সিডনির হারবার ব্রিজে ফিলিস্তিন সমর্থনের ঐতিহাসিক মিছিল

ওএনপি২৪ নিউজ ডেস্ক

 প্রকাশিত: ২২:০৬, ৩ আগস্ট ২০২৫

সিডনির হারবার ব্রিজে ফিলিস্তিন সমর্থনের ঐতিহাসিক মিছিল

সিডনির হারবার ব্রিজে ফিলিস্তিনের পক্ষে অনুষ্ঠিত ঐতিহাসিক মিছিলে লাখো মানুষ অংশগ্রহণ করে।

অস্ট্রেলিয়ার সিডনির আইকনিক হারবার ব্রিজে ফিলিস্তিনের পক্ষে ইতিহাসের বৃহত্তম মিছিল অনুষ্ঠিত হয়েছে। ৩ আগস্ট আয়োজিত এই জনসম্মিলনে দুই থেকে তিন লাখের বেশি মানুষ অংশগ্রহণ করে গাজায় চলমান মানবিক বিপর্যয়ের প্রতিবাদ ও ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ করেন। মিছিলে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশিও যোগ দেন।

সিডনির আকাশ সকাল থেকেই মেঘলা ও ঠান্ডা ছিল। টিপটিপ বৃষ্টির মাঝেও হাজার হাজার মানুষ শহরের কেন্দ্রস্থলের দিকে মিছিল করেন। পুলিশের মতে, মিছিলে অংশগ্রহণকারীর সংখ্যা প্রায় ৯০ হাজার, কিন্তু আয়োজকরা দাবি করেছেন সংখ্যা তিন লাখ ছাড়িয়েছে।

মিছিলে শিশু থেকে শুরু করে বয়োবৃদ্ধ, হুইলচেয়ারধারীসহ নানা ধর্ম-বর্ণের মানুষ ফিলিস্তিনের জন্য একযোগে প্রতিবাদ জানায়। বাংলাদেশি বংশোদ্ভূত সমাজকর্মী ও সাবেক সিটি কাউন্সিলর সাবরিন ফারুকী ও তার ছেলে মিছিলে অংশগ্রহণ করেন। তিনি প্রথম আলোকে বলেন, “এটি ছিল মানবতার জন্য কান্নার মিছিল, ধর্ম বা জাতি নির্বিশেষে সবাই একত্রিত হয়েছিল।”

মিছিলে ‘ফ্রি প্যালেস্টাইন’, ‘স্টপ দ্য জেনোসাইড’ এবং ‘ইন আওয়ার মিলিয়নস, উই আর অল প্যালেস্টাইনিয়ানস’ স্লোগান দিয়ে পরিবেশ প্রকম্পিত হয়। এই প্রতিবাদ মিছিলে অস্ট্রেলিয়ার বিভিন্ন রাজনৈতিক ও মানবাধিকার ব্যক্তিত্বও অংশ নেন।

নিউ সাউথ ওয়েলস পুলিশ জানায়, ভিড় অত্যন্ত উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছিল। তবে অংশগ্রহণকারীরা পুলিশের নির্দেশনা মেনে নিরাপদে মিছিল সম্পন্ন করেন।

ফিলিস্তিনি পক্ষে এই ঐতিহাসিক প্রতিবাদের মাধ্যমে লাখ লাখ মানুষ গণতন্ত্র ও মানবাধিকারের জন্য নিজেদের অবস্থান স্পষ্ট করেছে।