বুধবার ০৬ আগস্ট ২০২৫, শ্রাবণ ২২ ১৪৩২, ১১ সফর ১৪৪৭

প্রযুক্তি

উইন্ডোজ ১০–এর সমর্থন শেষ হচ্ছে অক্টোবরে, বিকল্প সুবিধা দিচ্ছে মাইক্রোসফট

ওএনপি২৪ নিউজ ডেস্ক

 প্রকাশিত: ১৭:৫৭, ৫ আগস্ট ২০২৫

উইন্ডোজ ১০–এর সমর্থন শেষ হচ্ছে অক্টোবরে, বিকল্প সুবিধা দিচ্ছে মাইক্রোসফট

চলতি বছরের অক্টোবরে সমর্থন শেষ হচ্ছে উইন্ডোজ ১০–এর, বিকল্প সেবা চালু করেছে মাইক্রোসফট

চলতি বছরের ১৪ অক্টোবর থেকে উইন্ডোজ ১০–এর জন্য আনুষ্ঠানিক সমর্থন ও সফটওয়্যার আপডেট বন্ধ করতে যাচ্ছে মাইক্রোসফট। ফলে অপারেটিং সিস্টেমটির ব্যবহারকারীরা আর নিয়মিত নিরাপত্তা হালনাগাদ পাবেন না। তবে এমন পরিস্থিতিতে বিকল্প একটি সেবা চালু করেছে মাইক্রোসফট, যাতে কিছু নির্দিষ্ট শর্ত পূরণ করলে ব্যবহারকারীরা আরও এক বছর বিনা মূল্যে উইন্ডোজ ১০ ব্যবহার করতে পারবেন।

মাইক্রোসফটের ঘোষণা অনুযায়ী, ‘Extended Security Updates (ESU)’ নামের নতুন একটি সেবা চালু হচ্ছে, যার আওতায় ব্যবহারকারীরা প্রতিবছর ৩০ মার্কিন ডলার খরচ করে নিরাপত্তা আপডেট পেতে পারবেন। তবে চাইলে এক বছর পর্যন্ত বিনা মূল্যে এই সুবিধা নেওয়ার সুযোগও রয়েছে।

বিনা মূল্যে সুবিধাটি পেতে হলে ব্যবহারকারীদের মাইক্রোসফট রিওয়ার্ডস প্রোগ্রামে কমপক্ষে ১ হাজার পয়েন্ট অর্জন করতে হবে অথবা উইন্ডোজ ক্লাউডে নিজের ডিভাইসের তথ্য সংরক্ষণ করতে হবে। রিওয়ার্ড পয়েন্ট অর্জনের জন্য থাকতে হবে একটি মাইক্রোসফট অ্যাকাউন্ট এবং সার্চ ইঞ্জিন ‘বিং’ ব্যবহার করে অনুসন্ধান, মাইক্রোসফট স্টোর থেকে কেনাকাটা, এক্সবক্স গেম খেলা কিংবা অন্যান্য নির্ধারিত কাজের মাধ্যমে পয়েন্ট সংগ্রহ করতে হবে।

তবে মাইক্রোসফট জানিয়েছে, ১ হাজার রিওয়ার্ড পয়েন্ট অর্জন সহজ কাজ নয়; এর জন্য ব্যবহারকারীদের নিয়মিতভাবে সক্রিয় থাকতে হবে।

অন্যদিকে, যারা ক্লাউড ব্যাকআপের বিকল্প বেছে নিতে চান, তাঁদের জন্য ৫ গিগাবাইট পর্যন্ত বিনা মূল্যে ক্লাউড স্টোরেজ দেওয়া হবে। তবে অধিকাংশ ব্যবহারকারীর জন্য এই পরিমাণ জায়গা পর্যাপ্ত না–ও হতে পারে, ফলে প্রয়োজন হলে বাড়তি স্টোরেজ কিনে নিতে হবে।

বিশ্লেষকদের মতে, উইন্ডোজ ১১–তে হালনাগাদ না করা ব্যবহারকারীদের জন্য এই বিকল্প সুবিধা কিছুটা হলেও সহায়ক হবে। তবে সময়মতো সিদ্ধান্ত না নিলে ভবিষ্যতে নিরাপত্তাজনিত ঝুঁকিতে পড়তে পারেন ব্যবহারকারীরা।