সোমবার ০৪ আগস্ট ২০২৫, শ্রাবণ ২০ ১৪৩২, ০৯ সফর ১৪৪৭

জাতীয়

নিষিদ্ধ রাজনৈতিক কার্যক্রমে জড়িত অভিযোগে গ্রেফতার ২১

 আপডেট: ২২:২২, ৩ আগস্ট ২০২৫

নিষিদ্ধ রাজনৈতিক কার্যক্রমে জড়িত অভিযোগে গ্রেফতার ২১

৫ আগস্টকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা ঠেকাতে রাজধানীসহ সারা দেশে বিশেষ অভিযান শুরু করেছে পুলিশ। শনিবার সকাল থেকে রোববার (৩ আগস্ট) সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় এই অভিযান চালানো হয়। অভিযানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ২১ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, একটি মহল রাজধানীতে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। সেটি মোকাবিলায় পুলিশ ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ কার্যক্রমে জড়িত আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের গ্রেফতার করেছে।

ডিএমপির তথ্যমতে, গ্রেফতারদের মধ্যে ১৬ জনকে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) এবং বাকিদের থানা পুলিশ গ্রেফতার করেছে।

গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন:
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ফরদাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন, নবীনগর পৌর আওয়ামী লীগের সভাপতি বোরহান উদ্দিন আহমেদ, ঝালকাঠি পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র লিয়াকত আলী তালুকদার, পীরগঞ্জ থানা যুবলীগ সদস্য মো. গিয়াস উদ্দিন (৩৫), ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক প্রচার সম্পাদক মো. তরিকুল ইসলাম ওরফে তারেক (২৭), বনানী থানা ছাত্রলীগের সহসভাপতি মো. বাদশা খান (২৯), আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সদস্য সাব্বির মজুমদার (৪৩), ঢাকা মহানগর উত্তর শ্রমিক লীগের সহসভাপতি আনিসুর রহমান হিটলু (৪৮), উত্তর খান থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আজিজুল হক (৪৫), ঢাকা জেলা আওয়ামী তথ্যপ্রযুক্তি লীগের সাধারণ সম্পাদক সান মোহাম্মদ (৪২), শাহবাগ থানা আওয়ামী লীগের ২০ নম্বর ওয়ার্ডের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইব্রাহীম (৬২), ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি জাকির হোসেন ফরাজী (৫৩), ভোলা জেলার চরফ্যাশন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মোর্শেদ (৫১), বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম (৩৩), ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাবেক সদস্য মইনুল হোসেন সুমন (৪৮), কায়েতটুলী শাখা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক মো. রকি ওরফে রায়হান (৩৩), ঢাকা দক্ষিণ মহানগর আওয়ামী মৎস্যজীবী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি মাহমুদ শিকদার (৪৭), উত্তরা পূর্ব থানা ছাত্রলীগের ১ নম্বর ওয়ার্ড সাধারণ সম্পাদক হামীম আহমেদ ওরফে মিনহাজুল আবেদিন, উত্তর খান থানা আওয়ামী লীগের সদস্য জাহাঙ্গীর আলম (৫০), শ্যামপুর থানা ৫৪ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি সায়মন রহমান (৪২) এবং খিলগাঁও থানা ১ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি মো. আল মামুন সরকার (৪৪)।

পুলিশ জানিয়েছে, নাশকতা প্রতিরোধে রাজধানীসহ সারা দেশে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।