সোমবার ০৪ আগস্ট ২০২৫, শ্রাবণ ২০ ১৪৩২, ০৯ সফর ১৪৪৭

জাতীয়

নির্বাচনী ইশতেহারে র‍্যাব বিলুপ্তিসহ ৬ দফা সংস্কার পরিকল্পনা এনসিপির

 প্রকাশিত: ২২:৪৮, ৩ আগস্ট ২০২৫

নির্বাচনী ইশতেহারে র‍্যাব বিলুপ্তিসহ ৬ দফা সংস্কার পরিকল্পনা এনসিপির

নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের ইশতেহার ঘোষণা করেছে। রোববার (৩ আগস্ট) দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম আনুষ্ঠানিকভাবে এই ইশতেহার উপস্থাপন করেন।

ইশতেহারের ৬ নম্বর ধারায় জনবান্ধব আইনশৃঙ্খলা বাহিনী গঠনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এ সময় নাহিদ ইসলাম বলেন, “আমরা র‍্যাব বিলুপ্ত করবো। একইসাথে গোয়েন্দা সংস্থাকে রাজনৈতিক স্বার্থে ও মানবাধিকার লঙ্ঘনে ব্যবহার বন্ধ করতে সুস্পষ্ট আইনি কাঠামো তৈরি করব।”

তিনি আরও বলেন, “আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই যেখানে কোনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাধারণ মানুষকে ভয় দেখিয়ে ওয়ারেন্ট ছাড়া তুলে নিয়ে যেতে না পারে।”

আইনশৃঙ্খলা বাহিনীর রাজনৈতিক অপব্যবহার বন্ধে এনসিপি একটি স্থায়ী পুলিশ কমিশন গঠনের ঘোষণাও দেয়, যা পুলিশের বদলি ও পদায়নে স্বচ্ছতা নিশ্চিত করবে।

ইশতেহারে আরও বলা হয়, পেশাগত প্রয়োজন ছাড়া দায়িত্বে থাকা অবস্থায় পুলিশ সদস্যদের ইউনিফর্ম পরা বাধ্যতামূলক করা হবে। পাশাপাশি সহিংস অপরাধের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির কথা পুনর্ব্যক্ত করা হয়।