বুধবার ০৬ আগস্ট ২০২৫, শ্রাবণ ২২ ১৪৩২, ১১ সফর ১৪৪৭

রাজনীতি

ভুল অব‍্যাহত রাখলে দেশ অনিবার্য ‘ওয়ান–ইলেভেনের’ দিকে যাবে - এবি পার্টি

ওএনপি২৪ নিউজ ডেস্ক

 প্রকাশিত: ১৮:০০, ৫ আগস্ট ২০২৫

ভুল অব‍্যাহত রাখলে দেশ অনিবার্য ‘ওয়ান–ইলেভেনের’ দিকে যাবে - এবি পার্টি

রাজধানীতে এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে জুলাই গণ–অভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন দলের চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু

রাজনৈতিক বিভেদ ও ভুল চলতে থাকলে দেশ আবারও ‘ওয়ান–ইলেভেন’-এর মতো সংকটের মুখে পড়তে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। তিনি বলেন, “এটি আর শুধু পদধ্বনি নয়, আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি—২০০৭ সালের ডিসেম্বর–জানুয়ারির পথেই আমরা হাঁটছি।”

মঙ্গলবার সকালে রাজধানীতে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে ‘জুলাই গণ–অভ্যুত্থান দিবস’-এর বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, দেশের রাজনৈতিক অচলাবস্থার সমাধানে সংখ্যানুপাতিক (PR) পদ্ধতিতে নির্বাচন অথবা জুলাই অভ্যুত্থানের অংশীদার রাজনৈতিক দলগুলোর সমঝোতার ভিত্তিতে একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের বিকল্প নেই।

এবি পার্টির চেয়ারম্যান আরও বলেন, “এই ভূখণ্ডে নাগরিক অধিকার কখনোই পূর্ণতা পায়নি—১৯৪৭, ১৯৭১ কিংবা ১৯৯০–এর আন্দোলনের মাধ্যমেও নয়। নব্বইয়ের গণ–অভ্যুত্থান রাজনৈতিক পরিবর্তন ঘটালেও নাগরিক অধিকার নিশ্চিত করতে পারেনি। গত ১৬ বছরে গুম, খুন, নিপীড়নের চিত্র ভয়াবহ রূপ নিয়েছে। বিশেষ করে ২০২৪ সালে হেলিকপ্টার থেকে গুলি, লাশ গুম ও গণকবরের মতো ঘটনা জাতিকে এক বিভীষিকাময় বাস্তবতার মুখে দাঁড় করিয়েছে।”

সংবাদ সম্মেলনে জুলাই আন্দোলনে এবি পার্টির ভূমিকা তুলে ধরে মঞ্জু বলেন, “আমরা গোপনে নয়, প্রকাশ্যেই আন্দোলনে অংশ নিয়েছি। ছাত্রদের গ্রেপ্তারের পর আইনগত সহায়তা, আহতদের চিকিৎসা, রাজনৈতিক ঐক্য গড়ে তোলা এবং আলেম সমাজকে সম্পৃক্ত করার মতো প্রতিটি ধাপে সক্রিয় ভূমিকা রেখেছি।”

বর্তমান রাজনৈতিক পরিস্থিতির প্রসঙ্গে তিনি বলেন, “শুধু একটি সরকারের পতনের স্বপ্ন দেখলেই হবে না। রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ, অবদানের পরিবর্তে গোপন তথ্য ফাঁস—এসবই হীনমন্যতার পরিচায়ক। এখনই ঐক্য না হলে জাতি আবারও দ্বিধাবিভক্ত হবে।”

তিনি আরও বলেন, “ফ্যাসিবাদ শুধু রূপ বদলেছে, মূলভাব রয়ে গেছে। আগামী পাঁচ বছরের জন্য জাতীয় সরকারের প্রশ্নে এখনই আলোচনায় বসতে হবে। অংশীদারত্বের বিতর্ক এড়িয়ে ঐক্যমতের ভিত্তিতে রাজনৈতিক সংকটের সমাধান খুঁজতে হবে। ‘জুলাই ঘোষণাপত্র’ যেন শুধু অলংকার না হয়ে বাস্তবায়নযোগ্য একটি ঐতিহাসিক দলিলে পরিণত হয়।”

এ সময় দলের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ বলেন, “জুলাইয়ের শহীদদের যেন বেওয়ারিশ হিসেবে না দেখা হয়। দ্রুত তাঁদের লাশ শনাক্ত করে সম্মানের সঙ্গে দাফনের ব্যবস্থা করতে হবে। যদি জুলাই ঘোষণাপত্রটি রাজনৈতিক দলগুলোর পরামর্শে প্রণয়ন হতো, তবে তা আরও গ্রহণযোগ্য ও সার্বজনীন হতো।”

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দলটির সিনিয়র ভাইস চেয়ারম্যান মেজর (অব.) আবদুল ওহাব মিনার, লেফটেন্যান্ট কর্নেল (অব.) দিদারুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক নাসরিন সুলতানা, আমিনুল ইসলাম, আলতাফ হোসেনসহ অন্যান্য নেতারা।