মঙ্গলবার ১২ আগস্ট ২০২৫, শ্রাবণ ২৮ ১৪৩২, ১৭ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

অভিযান বাড়ানোর ঘোষণা পর গাজা সিটিতে ইসরায়েলের তীব্র বোমাবর্ষণ

 প্রকাশিত: ২১:১২, ১১ আগস্ট ২০২৫

অভিযান বাড়ানোর ঘোষণা পর গাজা সিটিতে ইসরায়েলের তীব্র বোমাবর্ষণ

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নতুন অভিযান দ্রুত শেষ করার ঘোষণার পর গাজা সিটির পূর্বাঞ্চলে সোমবার কয়েক সপ্তাহের মধ্যে সবচেয়ে ভারি বোমা হামলা চালানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, ইসরায়েলের ট্যাংক ও যুদ্ধবিমান সাবরা, জয়তুন এবং শেজাইয়া এলাকায় তুমুল গোলাবর্ষণ ও বিমান হামলা চালিয়েছে। এতে বহু পরিবার ঘরবাড়ি ছেড়ে পশ্চিম দিকে সরে যেতে বাধ্য হয়েছে। বাসিন্দারা বলছেন, এ রাত ছিল সাম্প্রতিক সময়ে সবচেয়ে ভয়াবহ, যা আরও বড় সামরিক হামলার আশঙ্কা বাড়িয়ে দিয়েছে।

আল-শিফা হাসপাতালের কাছে একটি তাঁবুতে বিমান হামলায় আল জাজিরার সাংবাদিক আনাস আল শরিফসহ ছয় সাংবাদিক নিহত হয়েছেন।

হামাসের হিসাবমতে, বর্তমানে গাজা সিটিতে প্রায় ১০ লাখ মানুষের বসবাস, যদিও উত্তরাঞ্চলের বহু বাসিন্দা বাস্তুচ্যুত হয়েছেন। নেতানিয়াহু জানিয়েছেন, গাজা সিটিকে হামাসের ‘সন্ত্রাসের রাজধানী’ হিসেবে বিবেচনা করে সেখানে নিয়ন্ত্রণ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।