শঙ্কা প্রকাশকারীরা গণতন্ত্রের পক্ষের শক্তি নয়: সালাহউদ্দিন আহমদ

গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানালেন বিএনপির নেতা সালাহউদ্দিন আহমদ।
ঢাকা, ১৬ আগস্ট ২০২৫ – বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, যারা নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করছে, তারা গণতন্ত্রের পক্ষের শক্তি নয়। শনিবার নয়াপল্টনে যুবদল আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, “তারা হয়তো নিজের স্বার্থে নির্বাচন বিলম্ব বা ব্যর্থ করতে চাইছে, কিন্তু বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ। জনগণ ভোটাধিকার প্রয়োগে সংকল্পবদ্ধ।”
তিনি রাজনৈতিক দলগুলোকে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের মতো নির্বাচন ক্ষেত্রেও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। “আমরা যেন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠান করতে পারি, সেইভাবে আলোচনা ও ঐক্য বজায় রাখি,” বলেন তিনি।
সালাহউদ্দিন আরও বলেন, “যে দেশে খালেদা জিয়া আছেন, সেই দেশ কখনো পথ হারাবে না। তিনি জীবনের চড়াই-উতরাই পেরিয়ে গণতন্ত্রের জন্য আলোর দিশারি হয়ে আছেন।”
অনুষ্ঠানে যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য দেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরবসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা।