শুক্রবার ১৫ আগস্ট ২০২৫, শ্রাবণ ৩০ ১৪৩২, ২০ সফর ১৪৪৭

জাতীয়

১০ দিনে এক লাখের বেশি করদাতা জমালেন অনলাইনে ই-রিটার্ন

ওএনপি২৪ নিউজ ডেস্ক

 প্রকাশিত: ১৯:৪৫, ১৪ আগস্ট ২০২৫

১০ দিনে এক লাখের বেশি করদাতা জমালেন অনলাইনে ই-রিটার্ন

ঢাকার আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রধান কার্যালয়।

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য চালু করা অনলাইন ই-রিটার্ন সিস্টেমের প্রথম ১০ দিনে প্রায় এক লাখ করদাতা রিটার্ন জমিয়েছেন।

৪ আগস্ট ২০২৫-২৬ কর বছরের জন্য ই-রিটার্ন জমার কার্যক্রম শুরু হওয়ার পর ১৩ আগস্ট পর্যন্ত ৯৬,৯৪৫ জন করদাতা অনলাইনে রিটার্ন দিয়েছেন। এটি গত বছরের প্রথম ১০ দিনের তুলনায় প্রায় পাঁচ গুণ বেশি; তখন মাত্র ২০,৫২৩ জন করদাতা অনলাইনে রিটার্ন জমিয়েছিলেন।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জানিয়েছে, বর্তমানে দেশে ১ কোটি ১২ লাখ কর শনাক্তকরণ নম্বর (টিআইএন)ধারী ব্যক্তি আছেন এবং প্রতিবছর প্রায় ৪০ লাখ টিআইএনধারী করদাতা রিটার্ন জমান।

৩ আগস্ট এনবিআর এক বিশেষ আদেশে সারা দেশের সব ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করেছে। এতে ব্যতীত রাখা হয়েছে ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সের প্রবীণ, শারীরিকভাবে অসক্ষম বা বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি, বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা এবং মৃত করদাতার আইনি প্রতিনিধি। গত সোমবার অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ এ কার্যক্রম উদ্বোধন করেন।

যদি কোনো করদাতা নিবন্ধনজনিত সমস্যার কারণে অনলাইনে রিটার্ন দিতে না পারেন, তবে তিনি ৩১ অক্টোবরের মধ্যে সংশ্লিষ্ট উপকর কমিশনারের কাছে আবেদন করতে পারবেন। অনুমোদন পেলে কাগজে রিটার্ন দাখিল করার সুযোগ পাবেন।

করদাতারা ব্যাংক ট্রান্সফার, ডেবিট/ক্রেডিট কার্ড, বিকাশ, রকেট, নগদ বা অন্যান্য মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে ঘরে বসেই রিটার্ন জমা দিতে পারবেন। সঙ্গে সঙ্গে তারা ই-রিটার্নের রসিদ এবং প্রয়োজনীয় তথ্যসহ আয়কর সনদ প্রিন্ট করতে পারবেন।