চাঁদা না দেওয়ায় কুপিয়ে জখম, পাঁচ লাখ টাকা ও বাইক ছিনতাই

হামলায় আহত সালাউদ্দিন রিদন।
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় দাবিকৃত চাঁদার টাকা না দেওয়ায় মো. সালাউদ্দিন রিদন (৩২) নামে এক প্রবাসীর ওপর হামলা চালিয়েছে একদল দুর্বৃত্ত। শনিবার (১৬ আগস্ট) বেলা পৌনে ১১টার দিকে চৌমুহনী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের আলীপুর এলাকার কন্ট্রাক্টর পোলের সামনে এ ঘটনা ঘটে।
হামলায় তার বাঁ হাতের কবজি গুরুতরভাবে জখম হয় এবং কনিষ্ঠ আঙুল বিচ্ছিন্ন হয়ে যায়। আহত অবস্থায় স্থানীয়রা তাকে প্রথমে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেন। পরে অবস্থা আশঙ্কাজনক হলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আহত সালাউদ্দিন আলীপুর গ্রামের কামাল হোসেনের ছেলে। তিনি এক সময় দক্ষিণ আফ্রিকায় বসবাস করতেন। পরিবার জানায়, তিনি এক বছর আগে দেশে ফেরেন এবং আগামী সেপ্টেম্বর মাসে কাতারে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।
সালাউদ্দিনের মামা আবদুল কাদের জানান, দেশে ফেরার পর তিনি গ্রামের কিছু পৈতৃক সম্পত্তি বিক্রি করেন। এ সূত্র ধরে এলাকার কিছু সন্ত্রাসী ও মাদকসেবী তার কাছে চাঁদা দাবি করে। চাঁদা না দেওয়ায় বিরোধের সৃষ্টি হয়। এরপর সন্ত্রাসীদের ভয়ে সালাউদ্দিন কন্ট্রাক্টর পোল এলাকায় বাসা ভাড়া নিয়ে অবস্থান করছিলেন।
শনিবার সকালে মোটরসাইকেলযোগে শ্বশুরবাড়ি যাওয়ার পথে কন্ট্রাক্টর পোল এলাকায় পৌঁছালে সন্ত্রাসীরা তার গতিরোধ করে এবং এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত করে। এ সময় তারা সালাউদ্দিনের সঙ্গে থাকা পাঁচ লাখ টাকা, একটি মোবাইল ফোন ও মোটরসাইকেল ছিনিয়ে নেয়।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান বলেন, “হামলার শিকার ব্যক্তিকে হাসপাতালে গিয়ে দেখা হয়েছে। তার কবজি কাটেনি, তবে ধারালো অস্ত্রের আঘাতে একটি আঙুল বিচ্ছিন্ন হয়েছে। পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে কিছু ভিডিও ফুটেজ সংগ্রহ করেছে। অভিযুক্তদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য পুলিশ কাজ করছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”