রোববার ১৭ আগস্ট ২০২৫, ভাদ্র ২ ১৪৩২, ২২ সফর ১৪৪৭

পর্যটন

ভালুকায় আন্তর্জাতিকমানের শিক্ষা ও পর্যটনের যুগান্তকারী পদক্ষেপ

 প্রকাশিত: ২২:১০, ১৬ আগস্ট ২০২৫

ভালুকায় আন্তর্জাতিকমানের শিক্ষা ও পর্যটনের যুগান্তকারী পদক্ষেপ

ময়মনসিংহের ভালুকা

ময়মনসিংহের ভালুকা এখন আর শুধুমাত্র একটি শিল্পাঞ্চল নয়, এটি রূপ নিচ্ছে আন্তর্জাতিক মানের শিক্ষা ও পর্যটনের নতুন কেন্দ্রে। পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান বেস্ট হোল্ডিংস পিএলসি ভালুকায় গড়ে তুলছে পাঁচতারকা মানের হোটেল, বিলাসবহুল রিসোর্ট এবং একটি বিশ্বখ্যাত বোর্ডিং স্কুল।

শিল্পকারখানাভিত্তিক এই দ্রুত বর্ধনশীল অঞ্চলে প্রতিষ্ঠানটি বাস্তবায়ন করছে একাধিক মেগা প্রকল্প—যার মধ্যে রয়েছে আন্তর্জাতিক হোটেল চেইন ম্যারিয়ট ভালুকা, হেইলিবেরি ভালুকা বোর্ডিং স্কুল এবং ৫৩ একর জমির ওপর নির্মিতব্য লাজারি লাক্সারি কালেকশনস রিসোর্ট।

শনিবার (১৬ আগস্ট) ভালুকায় এসব প্রকল্প ঘুরিয়ে দেখানো হয় সাংবাদিকদের। এ সময় বেস্ট হোল্ডিংসের ঊর্ধ্বতন কর্মকর্তারা নির্মাণ কাজের অগ্রগতি তুলে ধরেন এবং জানান, এসব প্রকল্প শিল্পাঞ্চলের কাঠামো ও অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।

বিশ্বখ্যাত ব্রিটিশ বোর্ডিং স্কুল হেইলিবেরি ১৬০ বছর আগে যুক্তরাজ্যে যাত্রা শুরু করে। বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে এটির শাখা রয়েছে। ভালুকায় এর শাখা হেইলিবেরি ভালুকাতে ২০২৪ শিক্ষাবর্ষ থেকে পাঠদান শুরু হয়েছে। প্রথম ব্যাচের শতভাগ শিক্ষার্থী ২০-৭৫ শতাংশ পর্যন্ত শিক্ষাবৃত্তি পেয়েছে। বর্তমানে গ্রেড ১ থেকে ৯ পর্যন্ত ক্লাস চালু রয়েছে, যা ভবিষ্যতে গ্রেড ১২ পর্যন্ত সম্প্রসারিত হবে। এটি পরিচালনা করছে বেস্ট হোল্ডিংসের অঙ্গপ্রতিষ্ঠান আইকন এক্স সার্ভিসেস লিমিটেড।

শুধু পাঠদান নয়, আন্তর্জাতিক প্রতিযোগিতায় শিক্ষার্থীদের প্রস্তুত করতে হেইলিবেরি আয়োজন করছে নেতৃত্ব বিকাশ, ব্যক্তিত্ব উন্নয়ন এবং বৈশ্বিক অংশগ্রহণমূলক নানা কর্মসূচি। এরইমধ্যে শিক্ষার্থীরা এমআইটি যৌথ সামার প্রোগ্রাম, হার্ভার্ড সামার স্কুল ইনফো সেশন এবং ডিউক অব এডিনবার্গ অ্যাওয়ার্ড-এ অংশ নিয়েছে।

এদিকে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মাত্র ৬০ কিলোমিটার দূরে, ভালুকার মাওনা-হবিরবাড়ি এলাকায় ৪.৫ একর জমিতে গড়ে উঠছে পাঁচতারকা হোটেল ম্যারিয়ট ভালুকা। হোটেলটিতে থাকবে ২২৮টি আধুনিক কক্ষ, মিটিং রুম, স্পা, ফিটনেস সেন্টার, সিনেপ্লেক্স, ফুডকোর্টসহ সব আধুনিক সুবিধা।

২০২১ সালের জুনে আইফনএজ হোটেলস লিমিটেড ও ম্যারিয়ট ইন্টারন্যাশনাল এর মধ্যে চুক্তি হয়। বর্তমানে হোটেলটির প্রায় ৮০ শতাংশ কাজ শেষ হয়েছে। বাকি অভ্যন্তরীণ সাজসজ্জার কাজ চলমান রয়েছে। কমার্শিয়াল কমপ্লেক্স, শপিংমল, সিনেপ্লেক্স ও ফুডকোর্ট নির্মাণও চলছে। ২০২৬ সালের জুন নাগাদ হোটেলটি চালুর পরিকল্পনা রয়েছে।

অন্যদিকে, ভালুকায় ৫৩ একর জমির ওপর নির্মিত লাজারি লাক্সারি কালেকশনস রিসোর্টে থাকবে এক্সিকিউটিভ লাউঞ্জ, সুইমিং পুল, গলফ প্র্যাকটিস জোন, টেনিস কোর্ট, থিয়েটার, স্পা, প্রেসিডেন্সিয়াল ভিলা, সিগনেচার রেস্টুরেন্টসহ বিভিন্ন আন্তর্জাতিকমানের সুযোগ-সুবিধা।

এই হোটেল ও রিসোর্ট পরিচালনা করবে ম্যারিয়ট ইন্টারন্যাশনাল, যারা এর আগেও ঢাকায় লে মেরিডিয়ান হোটেল সফলভাবে পরিচালনা করেছে।

বেস্ট হোল্ডিংসের কোম্পানি সেক্রেটারি মো. আবুল কালাম আজাদ বলেন, “এই প্রকল্প দেশের পরিবর্তিত অর্থনৈতিক বাস্তবতাকে তুলে ধরছে। এখন ব্যবসা শুধু ঢাকাকেন্দ্রিক নয়, বিনিয়োগকারীরা ভালুকার মতো উদীয়মান শিল্পাঞ্চলের দিকেই ঝুঁকছেন। তাদের জন্য প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তোলা জরুরি। ভালুকায় হোটেল নির্মাণ শুধু ব্যবসায়িক সিদ্ধান্ত নয়, এটি একটি কৌশলগত ও প্রতীকী পদক্ষেপ। এই অঞ্চলকে একটি পূর্ণাঙ্গ শিল্প, শিক্ষা ও পর্যটন হাবে পরিণত করতেই এই উদ্যোগ।”

প্রতিষ্ঠানটি জানিয়েছে, তিনটি প্রকল্প চালু হলে ভালুকা হবে একটি পূর্ণাঙ্গ শিল্প, শিক্ষা ও পর্যটন হাব—যা কর্মসংস্থান, বৈদেশিক মুদ্রা অর্জন এবং আঞ্চলিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।