৩০ লাখ কোটি টাকা পাচারের অভিযোগ তুলে নির্বাচন দ্রুত চান বুলু

বরকত উল্লাহ বুলু
বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সম্মানার্থে আসন্ন জাতীয় নির্বাচন ডিসেম্বর মাসেই আয়োজন করা উচিত। তিনি জানান, বেগম জিয়া ইচ্ছা প্রকাশ করেছেন ডিসেম্বরে নির্বাচন হলে তাতে অংশ নিতে চান। তাই বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের প্রতি তার আহ্বান, খালেদা জিয়ার ইচ্ছার প্রতি শ্রদ্ধা জানিয়ে ডিসেম্বরেই নির্বাচনের তারিখ নির্ধারণ করা হোক।
শনিবার (১৬ আগস্ট) বিকেলে কুমিল্লার বরুড়া উপজেলা ও পৌরসভা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বরকত উল্লাহ বুলু।
তিনি বলেন, “যখন ফ্যাসিস্ট শেখ হাসিনা ড. ইউনূসকে মিথ্যা মামলায় হয়রানি করছিলেন, তখন সংসদে দাঁড়িয়ে বেগম খালেদা জিয়া একটানা ৪০ মিনিট বক্তব্য দিয়ে তার পক্ষ নিয়েছিলেন। আজ তার প্রতি সম্মান দেখিয়ে নির্বাচন আয়োজন সময়মতো হওয়া উচিত।”
নির্বাচন বিলম্বের চেষ্টা নিয়ে তিনি বলেন, “সংস্কারের নামে কেউ কেউ নির্বাচন পেছাতে চায়। কিন্তু মনে রাখতে হবে, নির্বাচিত সরকার ছাড়া দেশে এক ডলারও বিদেশি বিনিয়োগ আসবে না। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন হবে না, মব সন্ত্রাস থামানো যাবে না। তাই দ্রুত একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন জরুরি।”
বর্তমান সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলে বুলু বলেন, “শেখ হাসিনার শাসনামলে বাংলাদেশ থেকে ৩০ লাখ কোটি টাকা পাচার হয়েছে। বিএনপি ক্ষমতায় এলে এসব টাকা আবার দেশে ফিরিয়ে আনা হবে।”
সেনাবাহিনী প্রসঙ্গে তিনি বলেন, “সেদিন সেনাবাহিনী জনগণের পাশে দাঁড়িয়েছিল বলেই লাখো প্রাণ রক্ষা পেয়েছে। শেখ হাসিনা চেয়েছিলেন সেনাবাহিনীর গুলিতে মানুষ মরুক, কিন্তু সেনাবাহিনী তা হতে দেয়নি। এজন্যই তিনি তার মাতৃভূমি ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন।”
সম্মেলনে আরও উপস্থিত ছিলেন কুমিল্লা বিভাগের বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, কর্মসংস্থানবিষয়ক সম্পাদক ও কুমিল্লা দক্ষিণ জেলা আহ্বায়ক জাকারিয়া তাহের সুমন, শিল্পবিষয়ক সম্পাদক মো. আবুল কালাম, কেন্দ্রীয় সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, জেলা বিএনপির সদস্য সচিব সাবেক ভিপি আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, মহানগর বিএনপির আহ্বায়ক উৎবাতুল বারী আবু, সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপুসহ অন্যান্য নেতারা।