শুক্রবার ১৫ আগস্ট ২০২৫, শ্রাবণ ৩০ ১৪৩২, ২০ সফর ১৪৪৭

রাজনীতি

ডাকসু নির্বাচনে নারী ভোটকেন্দ্র পরিবর্তনের দাবি গণতান্ত্রিক ছাত্রসংসদের

ওএনপি২৪ নিউজ ডেস্ক

 প্রকাশিত: ১৯:৩১, ১৪ আগস্ট ২০২৫

ডাকসু নির্বাচনে নারী ভোটকেন্দ্র পরিবর্তনের দাবি গণতান্ত্রিক ছাত্রসংসদের

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের নেতারা।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে নারীশিক্ষার্থীদের জন্য নির্ধারিত ভোটকেন্দ্রের স্থান পরিবর্তনের দাবি জানিয়েছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ। সংগঠনটির অভিযোগ, বর্তমান কেন্দ্রগুলো হল থেকে অনেক দূরে থাকায় নারী ভোটারদের অংশগ্রহণ কমে যেতে পারে।

আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় আহ্বায়ক আবু বাকের মজুমদার বলেন, “যারা নারী নেতৃত্ব চায় না, তারা প্রশাসনের সঙ্গে যোগসাজশ করে পরিকল্পিতভাবে কেন্দ্রগুলো দূরে রেখেছে।” তিনি সুফিয়া কামাল হলের ভোটকেন্দ্র টিএসসি থেকে সরিয়ে কার্জন হলে, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল ও কুয়েত মৈত্রী হলের কেন্দ্র টিচার্স ক্লাবের পরিবর্তে সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটে এবং রোকেয়া হল ও শামসুন নাহার হলের ভোটকেন্দ্র টিএসসি বা বিকল্প স্থানে করার প্রস্তাব দেন।

আবু বাকের মজুমদারের দাবি, টিএসসির মতো ছোট স্থানে সর্বোচ্চ তিন থেকে চার হাজার ভোট কাস্ট সম্ভব হলেও সেখানে ১৪ হাজারের বেশি ভোট পড়বে—যা পরিকল্পিতভাবে নারী ভোটদানের সুযোগ সীমিত করার চেষ্টা।

আসনসংকটও পরিকল্পিত
সংবাদ সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আবদুল কাদের বলেন, ক্ষমতাসীন দলগুলো সবসময় শিক্ষার্থীদের নিয়ন্ত্রণে রাখতে চায়। এজন্য দুটি কৌশল ব্যবহার করা হয়—প্রথমত হলে কৃত্রিম আসনসংকট তৈরি করে শিক্ষার্থীদের চাপে রাখা এবং দ্বিতীয়ত, হল ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের মাধ্যমে শিক্ষার্থীদের স্বার্থ উপেক্ষা করা।

তিনি আরও বলেন, দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশির ভাগ শিক্ষার্থী নিম্নমধ্যবিত্ত পরিবারের সন্তান। পরিকল্পিত আসনসংকট তৈরি করে তাঁদের ওপর বিভিন্নভাবে চাপ প্রয়োগ করা হয়, যা সাম্প্রতিক আন্দোলনের অন্যতম কারণ।