বুধবার ১৩ আগস্ট ২০২৫, শ্রাবণ ২৯ ১৪৩২, ১৮ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

মেঘালয়ে গ্রামবাসীর হাতে নিহত বাংলাদেশি, আরও ৫ জন আটক

 প্রকাশিত: ২২:৫০, ১২ আগস্ট ২০২৫

মেঘালয়ে গ্রামবাসীর হাতে নিহত বাংলাদেশি, আরও ৫ জন আটক

নিহত বাংলাদেশি নাগরিকের নাম আকরাম।

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ের দক্ষিণ-পশ্চিম খাসি হিলস জেলায় এক বাংলাদেশি নাগরিককে পিটিয়ে হত্যা করা হয়েছে। সীমান্ত পেরিয়ে অবৈধ অনুপ্রবেশ ও অপহরণের চেষ্টায় জড়িত থাকার অভিযোগে স্থানীয় বাসিন্দারা তাকে মারধর করেন। পরে আহত অবস্থায় পুলিশের হাতে তুলে দিলে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। মঙ্গলবার (১২ আগস্ট) এ তথ্য নিশ্চিত করেছে মেঘালয় পুলিশ।

নিহত ব্যক্তির নাম আকরাম। তিনি বাংলাদেশের শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার বাসিন্দা। সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে মেঘালয়ের কৈথা কোণা গ্রামের স্থানীয়রা তাকে আটক করে।

জেলার পুলিশ সুপার বানরাপ জিরওয়া জানান, গ্রামবাসীদের কাছ থেকে আহত অবস্থায় আকরামকে উদ্ধার করে মাহেশখোলা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হয়। সেখানেই তিনি মারা যান।

স্থানীয়রা অভিযোগ করেছেন, সোমবার অন্তত আটজন বাংলাদেশি রোংদাংগাই গ্রামের এক বাসিন্দাকে অপহরণের চেষ্টা করেন এবং গ্রামে ঢুকে বাড়িঘরে হামলা ও ভাঙচুর চালান। পরে গ্রামবাসীরা প্রতিরোধ গড়ে তুললে ওই বাংলাদেশিরা পালানোর চেষ্টা করেন। এ সময় ছয়জনকে ধরে বেধড়ক মারধর করা হয়, যাদের মধ্যে ছিলেন আকরামও।

পুলিশ জানায়, আটক ব্যক্তিদের কাছ থেকে একটি রিভলভার, তিনটি ওয়্যারলেস সেট, একটি ম্যাগাজিন এবং কিছু পরিচয়পত্র জব্দ করা হয়েছে। তাদের মধ্যে তিনজনকে আদালতে সোপর্দ করা হয়েছে এবং দু’জন হাসপাতালে চিকিৎসাধীন।

এ ছাড়া, মেঘালয় পুলিশ ও বিএসএফের যৌথ অভিযানে খোনজয় ও গিলাগোড়া এলাকা থেকে আরও কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। দুই সন্দেহভাজন এখনও পলাতক, তাদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।