ডিজিটাল সাংবাদিকতায় এআই প্রশিক্ষণের প্রথম উদ্যোগ বাংলাদেশে

‘ইনফরমেশন ক্রেডিবিলিটি অ্যান্ড এআই লিটারেসি ট্রেনিং’ অনলাইন কোর্সে অংশ নিতে ৩০ আগস্ট পর্যন্ত নিবন্ধন চলছে।
বাংলাদেশে প্রথমবারের মতো শুরু হচ্ছে ‘ইনফরমেশন ক্রেডিবিলিটি অ্যান্ড এআই লিটারেসি ট্রেনিং’ শীর্ষক অনলাইন কোর্স। গুগল নিউজ ইনিশিয়েটিভের উদ্যোগে এবং প্রথম আলোর ব্যবস্থাপনায় আয়োজিত এই প্রশিক্ষণ কর্মসূচির নিবন্ধন চলবে ৩০ আগস্ট ২০২৫ পর্যন্ত।
পাঁচটি মডিউলে সাজানো মোট ১০ ঘণ্টার এই কোর্সে দেশের এক হাজার নির্বাচিত সাংবাদিক, গণমাধ্যম পেশাজীবী ও সাংবাদিকতার শিক্ষার্থী বিনা ফিতে অংশ নিতে পারবেন। অনলাইনে সম্পন্ন করা কোর্স শেষে মূল্যায়নের ভিত্তিতে অংশগ্রহণকারীরা পাবেন সার্টিফিকেট।
প্রশিক্ষণে যা থাকছে
কোর্সটির মূল লক্ষ্য ডিজিটাল সাংবাদিকতায় দক্ষতা বৃদ্ধি এবং তথ্য যাচাই, বিশ্লেষণ ও প্রতিবেদন তৈরিতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) টুলসের কার্যকর ব্যবহার নিশ্চিত করা। অংশগ্রহণকারীরা শিখবেন নোটবুক এলএম, জেমিনি, পিনপয়েন্টসহ এআই টুলস এবং সাংবাদিকতা–সংক্রান্ত টুলস—যেমন রিসার্চ, রিপোর্টিং ভেরিফিকেশন ও গুগল ট্রেন্ডসের ব্যবহার। গুগল নিউজ ইনিশিয়েটিভ (জিএনআই) এই প্রশিক্ষণের অর্থায়ন ও নকশা করেছে।
প্রশিক্ষক দল
জিএনআইয়ের মাস্টার ট্রেইনার আইদিলা রাজ্জাকের তত্ত্বাবধানে প্রশিক্ষণ দেবেন দেশের অভিজ্ঞ সাংবাদিক, গণমাধ্যম পেশাজীবী ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। তাঁদের মধ্যে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. সাইফুল আলম চৌধুরী, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ড. আবদুল কাবিল খান, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের সহকারী অধ্যাপক মালিহা তাবাসসুম, ডিজিটালি রাইটসের ফ্যাক্ট–চেকার মিনহাজ আনাম, যমুনা টিভির স্পেশাল করেসপন্ডেন্ট মাহফুজ মিশু, ডেইলি স্টারের সাংবাদিক আজাদ বেগ ও সিনিয়র রিপোর্টার জাইমা ইসলাম, ঢাকা পোস্টের ফিচার এডিটর আরিফুল ইসলাম আরমান, প্রথম আলোর হেড অব অনলাইন শওকত হোসেন, হেড অব ডিপ নিউজ রাজীব আহমেদ এবং ডিজিটাল বিজনেস বিভাগের সিনিয়র ম্যানেজার আ ফ ম খায়রুল বাশার।
সহযোগী প্রতিষ্ঠান
আয়োজনটির স্ট্র্যাটেজিক পার্টনার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। একাডেমিক পার্টনার হিসেবে রয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস।
নিবন্ধন প্রক্রিয়া
দেশের যেকোনো প্রান্ত থেকে অনলাইনে নিবন্ধন করা যাবে। নিবন্ধনের সময় সুবিধামতো কোর্সের সময় বেছে নেওয়ার সুযোগ থাকবে। আগ্রহীরা ৩০ আগস্ট ২০২৫–এর মধ্যে GNitrainingBD.com ওয়েবসাইটে গিয়ে নিবন্ধন সম্পন্ন করতে পারবেন।