রোববার ১৭ আগস্ট ২০২৫, ভাদ্র ২ ১৪৩২, ২২ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

শীর্ষ নেতাদের আলাস্কার বৈঠক: যুদ্ধ থামাতে পারবে কি না, ইতিহাস কী বলছে

ওএনপি২৪ নিউজ ডেস্ক

 প্রকাশিত: ১৮:৩৩, ১৬ আগস্ট ২০২৫

শীর্ষ নেতাদের আলাস্কার বৈঠক: যুদ্ধ থামাতে পারবে কি না, ইতিহাস কী বলছে

ট্রাম্প–পুতিন আলাস্কার বৈঠক: যুদ্ধ থামানো সম্ভব নয়, তবে দীর্ঘ আলোচনার সূচনা।

শুক্রবার আলাস্কার অ্যাঙ্কোরেজে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে অনুষ্ঠিত বৈঠক সাময়িক আলোচনার জন্য গুরুত্বপূর্ণ হলেও রাশিয়া–ইউক্রেন যুদ্ধের স্থায়ী সমাধান আনতে পারবে না। আন্তর্জাতিক রাজনীতিতে শীর্ষ ক্ষমতাধর নেতাদের এমন বৈঠক খুব কমই যুদ্ধ রোধ বা মৌলিক পরিবর্তন আনতে সক্ষম হয়েছে।

ইতিহাস প্রমাণ করে, শীর্ষ পর্যায়ের বৈঠক যুদ্ধ ঠেকাতে ব্যর্থ হয়েছে। উদাহরণস্বরূপ, ১৮০৭ সালে নেমন নদীর ওপর অনুষ্ঠিত রাশিয়া–ফ্রান্স বৈঠকও পাঁচ বছর পর নেপোলিয়নের রাশিয়া আক্রমণ ঠেকাতে পারেনি। ১৮১৫ সালের ভিয়েনা কংগ্রেসেও জার প্রথম আলেকজান্ডারের নেতৃত্বে ইউরোপের রাজনৈতিক কাঠামো স্থির করার চেষ্টা ব্যর্থ হয়েছিল।

২০২১ সালের জেনেভার বৈঠকও যুদ্ধের পূর্বাভাস থামাতে পারেনি। রাশিয়া ও যুক্তরাষ্ট্র তখনই বুঝেছিল যে বিরোধ মিটবে না। এরপরই কিয়েভে অস্ত্র পাঠানো শুরু হয় এবং মস্কো সামরিক প্রস্তুতি বৃদ্ধি করে। রাশিয়ার ইতিহাসেও প্রিন্স স্বিয়াতোস্লাভ ও বাইজেন্টাইন সম্রাট জন টিজিমিসকেসের ৯৭১ সালের বৈঠক যুদ্ধ রোধ করতে পারেনি।

আলাস্কার বৈঠকটি পারমাণবিক যুগের ফলাফল হিসেবে গুরুত্বপূর্ণ। এটি কেবল দ্বিপক্ষীয় আলোচনার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং আমাদের মনে করিয়ে দেয়, বিশ্বের দুই অজেয় শক্তি যখন মুখোমুখি হয়, তখন সরাসরি সংলাপ মানবজাতির ভবিষ্যতের জন্য অপরিহার্য। তবে স্থায়ী বিশ্বব্যবস্থা এই বৈঠক থেকে জন্ম নেবে না, বরং শুরু হবে দীর্ঘ ও জটিল আলোচনার পথ।

ছবিতে দেখা যাচ্ছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আলাস্কায় বৈঠকের সময় শুভেচ্ছা বিনিময় করছেন।