রোববার ১৭ আগস্ট ২০২৫, ভাদ্র ২ ১৪৩২, ২২ সফর ১৪৪৭

জাতীয়

অবশেষে হার্ভার্ডে পড়ার স্বপ্ন পূরণ নরসিংদীর রায়হান মিয়ার

ওএনপি২৪ নিউজ ডেস্ক

 প্রকাশিত: ১৮:১৯, ১৬ আগস্ট ২০২৫

অবশেষে হার্ভার্ডে পড়ার স্বপ্ন পূরণ নরসিংদীর রায়হান মিয়ার

হার্ভার্ডে পড়তে যুক্তরাষ্ট্রে গেলেন নরসিংদীর রায়হান মিয়া

নরসিংদীর মেঘনাপারের প্রত্যন্ত অঞ্চলের ছেলে রায়হান মিয়ার বহুদিনের স্বপ্ন অবশেষে পূরণ হলো। সাবরেজিস্ট্রার পদে কর্মরত এই তরুণ কর্মকর্তা শিক্ষা ছুটি নিয়ে এ মাসেই যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের কেনেডি স্কুলে মাস্টার্স ইন পাবলিক পলিসি পড়তে গেছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগে পড়ার সময় থেকেই হার্ভার্ডে পড়ার স্বপ্ন দেখতেন তিনি। ২০১০ সালে বাবাকে হারানোর পর সংসার সামলাতে খণ্ডকালীন চাকরি করতে হয় তাঁকে। পড়াশোনার পাশাপাশি কোচিং পড়ানো থেকে শুরু করে সরকারি চাকরির প্রস্তুতি—সবকিছুরই ভার নিতে হয়েছে একসঙ্গে।

২০১৬ সালে ৩৪তম বিসিএসে উত্তীর্ণ হয়ে সাবরেজিস্ট্রার হিসেবে যোগ দেন রায়হান মিয়া। তবে হার্ভার্ডে পড়ার স্বপ্ন কখনো ছাড়েননি। দীর্ঘ এক দশকের স্টাডি গ্যাপ সত্ত্বেও তিনি নতুন করে প্রস্তুতি নেন। যুক্তরাষ্ট্রের ১০টি বিশ্ববিদ্যালয়ে আবেদন করে ৮টিতে ভর্তি সুযোগ পান তিনি। অবশেষে গত মার্চে হার্ভার্ড কেনেডি স্কুল থেকে কাঙ্ক্ষিত অফার লেটার হাতে পান।

রায়হান জানান, স্ত্রী ও এক বন্ধুর উৎসাহ তাঁকে শেষ পর্যন্ত হার্ভার্ডে আবেদন করতে সাহস জুগিয়েছে। “তারা বলেছিল, হার্ভার্ডে আবেদন করো, তারপর ভুলে যাও। আমি হবে না ধরে নিয়েই আবেদন করেছিলাম। কিন্তু স্বপ্ন সত্যি হলো।”

দীর্ঘ সংগ্রাম ও দৃঢ় ইচ্ছাশক্তির ফলেই আজ তিনি বিশ্বের অন্যতম শীর্ষ শিক্ষা প্রতিষ্ঠানে নতুন যাত্রা শুরু করেছেন। এ মাস থেকেই শুরু হবে তাঁর ক্লাস।