রোববার ১৭ আগস্ট ২০২৫, ভাদ্র ২ ১৪৩২, ২২ সফর ১৪৪৭

জাতীয়

আ.লীগ ধর্মীয় বিভাজন তৈরি করে রাজনৈতিক ফায়দা নিচ্ছে: টুকু

 প্রকাশিত: ২১:২২, ১৬ আগস্ট ২০২৫

আ.লীগ ধর্মীয় বিভাজন তৈরি করে রাজনৈতিক ফায়দা নিচ্ছে: টুকু

বক্তব্য রাখছেন ইকবাল হাসান মাহমুদ টুকু। ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু অভিযোগ করেছেন, আওয়ামী লীগ ধর্মের নামে সমাজে বিভাজন তৈরি করে রাজনৈতিক ফায়দা হাসিল করেছে। তিনি বলেন, “পতিত আওয়ামী লীগ শুধু ধর্মীয় বিভাজনই নয়, গুম, খুন, হত্যা, নির্যাতন, নিপীড়নের মাধ্যমে রাষ্ট্রীয় সম্পদ লুটপাটেও লিপ্ত হয়েছে। সিরাজগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের বাড়িঘরের ৯৫ ভাগই আওয়ামী লীগের দুর্বৃত্তরা দখল করে নিয়েছে।”

শনিবার (১৬ আগস্ট) সকালে সিরাজগঞ্জের মুজিব সড়কে মাওলানা ভাসানী কলেজের সামনে জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত আনন্দ শোভাযাত্রাপূর্ব আলোচনা সভায় তিনি এসব মন্তব্য করেন।

টুকু আরও বলেন, “আগে পাড়া-মহল্লার মানুষ একসঙ্গে বসবাস করত, হিন্দু-মুসলিম-খ্রিস্টান সবাই মিলেমিশে ধর্মীয় উৎসব পালন করত। রাজনীতির কারণেই সমাজে বিভাজনের সৃষ্টি হয়েছে। সমাজকে রাজনীতির ঊর্ধ্বে রাখলে ধর্মীয় বিভাজন হবে না, এবং সব ধর্মের মানুষ একসঙ্গে সুখে-শান্তিতে বসবাস করতে পারবে।”

আওয়ামী লীগ সরকারকে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে তিনি বলেন, “ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের পরপরই আমি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কথা বলেছি। আমি তাদের আশ্বস্ত করেছি, তারা যেন নির্ভয়ে বসবাস ও ব্যবসা-বাণিজ্য করতে পারেন। কেউ যদি তাদের আঘাত করে, সেই আঘাত আমার আত্মায় লাগে।”

সিরাজগঞ্জকে ‘রেইনবো শহরে’ পরিণত করার স্বপ্নের কথা জানিয়ে টুকু বলেন, “সাত রঙের মানুষের সহাবস্থানের শহর গড়তে চাই। সবাইকে নিয়ে সেই স্বপ্ন বাস্তবায়ন করব।”

জন্মাষ্টমী উদযাপন কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট কল্যাণ সাহার সভাপতিত্বে ও জেলা বিএনপির সহ-সভাপতি বাবু অমর কৃষ্ণ দাসের সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। অনুষ্ঠানে পূজা উদযাপন পরিষদসহ সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আনন্দ শোভাযাত্রার উদ্বোধন করেন সত্য নারায়ণ সারদা।