জাতীয় নির্বাচনে দায়িত্ব পালনে প্রস্তুত র্যাব: মহাপরিচালক

আসন্ন জাতীয় নির্বাচনে সরকারের পক্ষ থেকে বা নির্বাচন কমিশনের মাধ্যমে যে দায়িত্ব দেওয়া হবে, তা পালনে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সম্পূর্ণ প্রস্তুত বলে জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান।
সোমবার (১১ আগস্ট) বিকেলে রাজধানীর কাওরান বাজারে নিষিদ্ধ পলিথিনবিরোধী জনসচেতনতামূলক কার্যক্রমে অংশ নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজনীয় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে র্যাব সক্ষম এবং সে অনুযায়ী কাজ করছে।
র্যাব ডিজি সাম্প্রতিক সময়ে সংগঠিত কয়েকটি আলোচিত মামলার দ্রুত তদন্ত ও আসামি গ্রেপ্তারের উদাহরণ তুলে ধরে বলেন, গাজীপুরে সাংবাদিক হত্যা, মিটফোর্ডে খুন এবং গাজীপুরের আট টুকরো লাশের মতো ক্লুলেস হত্যাকাণ্ডও অল্প সময়ের মধ্যে সমাধান করা হয়েছে।
তিনি জানান, কক্সবাজার এলাকায় মাদকবিরোধী অভিযান চলছে এবং বিপুল পরিমাণ ইয়াবা ও অস্ত্র উদ্ধার হয়েছে। নির্বাচনের আগে লুণ্ঠিত অস্ত্র উদ্ধারে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
র্যাব বিলুপ্তির প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে এ কে এম শহিদুর রহমান বলেন, “এ বিষয়ে আমরা এখন কোনো চিন্তাভাবনা করছি না; এটি সরকার দেখবে।”