মঙ্গলবার ১৯ আগস্ট ২০২৫, ভাদ্র ৪ ১৪৩২, ২৪ সফর ১৪৪৭

শিক্ষা

বরগুনা পলিটেকনিক লাইব্রেরিতে বই পুড়াল শিক্ষার্থীরা

ওএনপি২৪ নিউজ ডেস্ক

 প্রকাশিত: ২০:২৯, ১৮ আগস্ট ২০২৫

বরগুনা পলিটেকনিক লাইব্রেরিতে বই পুড়াল শিক্ষার্থীরা

বঙ্গবন্ধু ও আওয়ামী লীগ সম্পর্কিত চার শতাধিক বই লাইব্রেরি থেকে বের করে পুড়িয়ে দেওয়া হয়েছে

বরগুনা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের লাইব্রেরি থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’সহ আওয়ামী লীগের সঙ্গে সম্পর্কিত চার শতাধিক বই বের করে পুড়িয়ে দেওয়া হয়েছে। আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে ইনস্টিটিউটের চত্বরে এই ঘটনা ঘটে। এতে কলেজ শাখা ছাত্রদল, ছাত্রশিবিরের নেতা–কর্মীসহ একদল শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

কম্পিউটার বিভাগের শিক্ষার্থী ও পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রশিবিরের সভাপতি আবদুল্লাহ জানান, লাইব্রেরিতে শেখ মুজিবের কিছু বই ছিল। গত ৫ আগস্টের পর সেগুলো সরিয়ে ফেলা হয়েছে বলে শিক্ষার্থীরা জানতে চাইলে, তখন স্যাররা জানিয়েছেন বইগুলো লাইব্রেরিতে নেই। পরে তা খুঁজে বের করা হয়।

অন্য শিক্ষার্থী ও ছাত্রদলের সাধারণ সম্পাদক শিহাব হোসাইন বলেন, চার শতাধিক বই ছাত্রদল, ছাত্রশিবির ও অন্যান্য শিক্ষার্থীদের উদ্যোগে লাইব্রেরি থেকে বের করে পুড়িয়ে দেওয়া হয়েছে।

বরগুনা পলিটেকনিক ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অনিল চন্দ্র কার্তুনিয়া বলেন, বইগুলো পূর্ব সরকারের সময় কেনা হয়েছিল। দায়িত্বভার গ্রহণের পর তিনি পরীক্ষা ও অন্যান্য কারণে লাইব্রেরির সব বইয়ের অবস্থান সম্পূর্ণভাবে খুঁজে নিতে পারেননি। শিক্ষার্থীরা লাইব্রেরিতে গিয়ে বইগুলো একত্র করে পুড়িয়ে দিয়েছে।