এয়ার কানাডার কেবিন ক্রুরা ধর্মঘট চালিয়ে যাচ্ছেন

বেতন বৃদ্ধির দাবিতে কাজে ফেরার নির্দেশ প্রত্যাখ্যান করেছে এয়ার কানাডার কেবিন ক্রু
কানাডার সবচেয়ে বড় এয়ারলাইনের এয়ার কানাডার কেবিন ক্রুরা শ্রম বোর্ডের নির্দেশ অগ্রাহ্য করে ধর্মঘট চালিয়ে যাচ্ছেন। তারা রবিবারের নির্দেশ অনুযায়ী কাজে ফেরার আবেদন প্রত্যাখ্যান করেছেন এবং ধর্মঘট অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন।
বেতন বৃদ্ধির দাবিতে গত শনিবার রাত ১২টা ৫৮ মিনিটে ধর্মঘট শুরু হয়। এ কারণে এয়ার কানাডার সব ফ্লাইট স্থগিত হয়েছে, ফলে লাখো যাত্রী বিপাকে পড়েছেন।
কানাডিয়ান ইউনিয়ন অব পাবলিক এমপ্লয়িজ (সিইউপিই) দাবি করেছে, শ্রম বোর্ডের নির্দেশ অসাংবিধানিক এবং কেবল এয়ারলাইনের মুনাফা রক্ষার জন্য দেওয়া হয়েছে। তারা এয়ার কানাডাকে ন্যায্য চুক্তির জন্য আলোচনার টেবিলে ফিরে আসার আহ্বান জানিয়েছে।
এয়ার কানাডা জানিয়েছে, ধর্মঘটের কারণে তাদের ফ্লাইট কার্যক্রম পুনরায় চালুর পরিকল্পনা স্থগিত করা হয়েছে এবং সোমবার সন্ধ্যা পর্যন্ত কার্যক্রম স্থগিত থাকবে।
ফ্লাইট বাতিলের ফলে টরন্টো পিয়ারসন ও ভ্যাঙ্কুভারের বিমানবন্দরে বহু যাত্রী বিভ্রান্ত ও হতাশ হয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেছেন। এক যাত্রী বলেন, “আমাদের নিজেদের মতো সবকিছু বুঝে নিতে হচ্ছে। এয়ার কানাডার পক্ষ থেকে কোনো বিকল্প ব্যবস্থা জানানো হয়নি।”
কেবিন ক্রুরা দাবী করছেন, বর্তমানে উড়োজাহাজ চলাচলের সময় ছাড়া ফ্লাইটের মাঝখানে এবং যাত্রীদের সহায়তায় পারিশ্রমিক পান না। তারা এই সময়ের জন্যও বেতন বৃদ্ধির দাবি জানিয়েছেন।