পুলিশের দক্ষতা বৃদ্ধিতে টিওটি কোর্স শুরু, প্রশিক্ষণ নেবেন ৪০ কর্মকর্তা

টিওটি কোর্সে অংশগ্রহণ করা পুলিশ সদস্যরা ।
পুলিশ সদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং জনশৃঙ্খলা ব্যবস্থাপনা জোরদার করতে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) "পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট" বিষয়ক ট্রেনিং অব ট্রেনার্স (টিওটি) কোর্সের উদ্বোধন করেছে।
রবিবার (১৭ আগস্ট) ডিএমপি ট্রেনিং অ্যাকাডেমি, রাজারবাগে কোর্সটির উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এই কোর্সে ডিএমপির বিভিন্ন বিভাগে কর্মরত উপ-পুলিশ কমিশনার থেকে এএসআই পর্যায়ের মোট ৪০ জন পুলিশ সদস্য অংশগ্রহণ করছেন।
প্রশিক্ষণের মূল লক্ষ্য হলো—জনশৃঙ্খলা ব্যবস্থাপনায় দক্ষ প্রশিক্ষক তৈরি করা। এই প্রশিক্ষকরা পরবর্তীতে ডিএমপির প্রায় ৩১ হাজার পুলিশ সদস্যকে পর্যায়ক্রমে প্রশিক্ষণ দেবেন। এর মাধ্যমে জনজীবনে স্বাভাবিকতা বজায় রাখা, জানমাল ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের কার্যক্রম আরও কার্যকর ও যুগোপযোগী হবে বলে আশা করা হচ্ছে।
ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স) রওনক আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুগ্ম পুলিশ কমিশনার (ট্রেনিং) সুলতানা নাজমা হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম পুলিশ কমিশনার মো. আবুল কালাম আযাদ এবং যুগ্ম পুলিশ কমিশনার মুহাম্মদ সাইফুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি সুলতানা নাজমা হোসেন জনশৃঙ্খলা রক্ষায় প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরেন এবং প্রশিক্ষণার্থীদের এই কোর্স থেকে অর্জিত জ্ঞান কর্মক্ষেত্রে বাস্তবভিত্তিক প্রয়োগের আহ্বান জানান।
বিশেষ অতিথিরাও প্রশিক্ষণের মাধ্যমে পুলিশ সদস্যদের দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন এবং জনগণের সেবায় পুলিশের ভূমিকা আরও জোরদার করার বিষয়ে আলোচনা করেন।
সভাপতি রওনক আলম প্রশিক্ষণের সফলতা কামনা করেন এবং সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।
এই প্রশিক্ষণ কোর্সটি আয়োজন করেছে ডিএমপির পাবলিক রিলেশনস অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট (পিআর অ্যান্ড এইচআরডি) বিভাগ। এটি পুলিশ সদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি জনশৃঙ্খলা ব্যবস্থাপনায় আধুনিক ও কার্যকর পদ্ধতির প্রয়োগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।