মঙ্গলবার ১৯ আগস্ট ২০২৫, ভাদ্র ৪ ১৪৩২, ২৪ সফর ১৪৪৭

জাতীয়

ক্যানসার হাসপাতাল দুর্নীতির ক্যানসারে আক্রান্ত: জামায়াত নেতা খালিদুজ্জামান

ওএনপি২৪ নিউজ ডেস্ক

 প্রকাশিত: ২০:২৭, ১৮ আগস্ট ২০২৫

ক্যানসার হাসপাতাল দুর্নীতির ক্যানসারে আক্রান্ত: জামায়াত নেতা খালিদুজ্জামান

জাতীয় ক্যানসার ইনস্টিটিউট দুর্নীতির ক্যানসারে আক্রান্ত: জামায়াত নেতা

জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে অনিয়ম–দুর্নীতির অভিযোগ তুলে মানববন্ধন করেছে ঢাকা–১৭ আসনের জামায়াতের নেতা–কর্মীরা। আজ সোমবার দুপুরে মহাখালীর জাতীয় ক্যানসার ইনস্টিটিউটের সামনে এ কর্মসূচি হয়। এতে নেতৃত্ব দেন জামায়াত নেতা এস এম খালিদুজ্জামান।

মানববন্ধনে তিনি অভিযোগ করেন, হাসপাতালের সাতটি রেডিওথেরাপি মেশিনের মধ্যে মাত্র দুটি সচল, বাকিগুলো অচল অবস্থায় পড়ে আছে। ফলে হাজারো রোগী চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন।

খালিদুজ্জামান বলেন, “সারা দেশের ক্যানসার রোগীরা ভরসা নিয়ে এখানে আসেন। অথচ হাসপাতাল নিজেই দুর্নীতির ক্যানসারে আক্রান্ত। মাসের পর মাস রোগীদের সিরিয়ালে থাকতে হয়, অথচ দালাল চক্র টাকা নিয়ে বাইরের লোকজনকে দ্রুত চিকিৎসা পাইয়ে দেয়।”

তিনি আরও অভিযোগ করেন, প্রশাসনে দুর্নীতির মাধ্যমে পদোন্নতি ও নিয়োগ দেওয়া হচ্ছে। চিকিৎসক, নার্স থেকে শুরু করে টেকনোলজিস্ট—সবক্ষেত্রেই অনিয়ম চলছে।

খালিদুজ্জামান দাবি করেন, “যারা রক্ষক হওয়ার কথা, তারাই ভক্ষক হয়ে উঠেছে। দুর্নীতির কারণে প্রকৃত রোগীরা চিকিৎসা বঞ্চিত হচ্ছেন, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন শ্রমিক, কৃষক ও পোশাককর্মীরা।”

তিনি আশ্বাস দেন, জামায়াতে ইসলামী নেতৃত্বে সরকার গঠিত হলে স্বাস্থ্য খাত থেকে দুর্নীতি দূর করা হবে এবং দালাল চক্র ভেঙে দেওয়া হবে।