মঙ্গলবার ১৯ আগস্ট ২০২৫, ভাদ্র ৪ ১৪৩২, ২৪ সফর ১৪৪৭

জাতীয়

৮৫৮ কোটি টাকার আত্মসাৎ: নাসা গ্রুপ চেয়ারম্যানসহ ২১ জনের বিরুদ্ধে দুদকের মামলা

 প্রকাশিত: ২২:৫৪, ১৮ আগস্ট ২০২৫

৮৫৮ কোটি টাকার আত্মসাৎ: নাসা গ্রুপ চেয়ারম্যানসহ ২১ জনের বিরুদ্ধে দুদকের মামলা

বড় অঙ্কের অর্থ আত্মসাৎ ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দেশের তিন প্রভাবশালী ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (১৮ আগস্ট) রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন।

দুদক সূত্রে জানা গেছে, যেসব ব্যবসায়ীর বিরুদ্ধে এই মামলা দায়ের করা হয়েছে, তারা হলেন—এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম, জেমকন গ্রুপের মালিক ও সাবেক সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ এবং নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার।

এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলমের বিরুদ্ধে ৮০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। মামলার এজাহারে বলা হয়েছে, চটপটির দোকান ও রেস্তোরাঁ ব্যবসার নামে ভুয়া প্রতিষ্ঠান খুলে এসব প্রতিষ্ঠানের নামে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে টাকা উত্তোলন করে আত্মসাৎ করা হয়। এই মামলায় তাঁর সঙ্গে আরও ২০ জনকে আসামি করা হয়েছে।

এদিকে জেমকন গ্রুপের মালিক ও সাবেক সংসদ সদস্য কাজী নাবিল আহমেদের বিরুদ্ধেও মামলা করেছে দুদক। তাঁর বিরুদ্ধে ৭ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন এবং ৪৫টি ব্যাংক হিসাবে ১০৯ কোটি টাকার বেশি অস্বাভাবিক লেনদেনের অভিযোগ আনা হয়েছে।

অন্যদিকে, নাসা গ্রুপের চেয়ারম্যান ও এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার এবং ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ফিরোজ হোসেনসহ ২১ জনের বিরুদ্ধে প্রায় ৮৫৮ কোটি টাকা আত্মসাতের মামলা করেছে দুদক। অভিযোগে বলা হয়েছে, বিভিন্ন সময় ঋণের নামে এই অর্থ উত্তোলন করে আত্মসাৎ করা হয়।