মঙ্গলবার ১৯ আগস্ট ২০২৫, ভাদ্র ৪ ১৪৩২, ২৪ সফর ১৪৪৭

রাজনীতি

ডাকসু নির্বাচনে বাম গণতান্ত্রিক ছাত্র জোটের প্যানেল ঘোষণা

ওএনপি২৪ নিউজ ডেস্ক

 প্রকাশিত: ২০:১৯, ১৮ আগস্ট ২০২৫

ডাকসু নির্বাচনে বাম গণতান্ত্রিক ছাত্র জোটের প্যানেল ঘোষণা

ডাকসু নির্বাচনে বাম জোটের ভিপি তাসনিম, জিএস মেঘমল্লার

আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে প্যানেল ঘোষণা করেছে বাম গণতান্ত্রিক ছাত্র জোট। আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই প্যানেল ঘোষণা করা হয়।

প্যানেলে সহসভাপতি (ভিপি) পদে প্রার্থী হয়েছেন শেখ তাসনিম আফরোজ (ইমি) এবং সাধারণ সম্পাদক (জিএস) পদে প্রার্থী হচ্ছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মেঘমল্লার বসু।

তাসনিম আফরোজ সর্বশেষ ডাকসু নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে শামসুন্নাহার হল সংসদের ভিপি নির্বাচিত হয়েছিলেন। অন্যদিকে মেঘমল্লার বসু সাম্প্রতিক সময়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আন্দোলনে সামনের সারির নেতা হিসেবে পরিচিতি পেয়েছেন।

প্যানেলের সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে রয়েছেন বিপ্লবী ছাত্র মৈত্রীর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জাবির আহমেদ জুবেল এবং মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক ছাত্র আন্দোলন সম্পাদক পদে প্রার্থী হয়েছেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক মোজাম্মেল হক।

সংবাদ সম্মেলনে জাবির আহমেদ জানান, এই প্যানেলে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, বিপ্লবী ছাত্র মৈত্রী, ছাত্র কাউন্সিল, ছাত্র যুব আন্দোলন, পাহাড়ি ছাত্র পরিষদ, গণতান্ত্রিক ছাত্র মঞ্চসহ সাধারণ শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করা হয়েছে। আগামীকাল পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে। এতে ১১ জন নারী, ২ জন ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সদস্য ও একজন বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থী থাকবেন।

মেঘমল্লার বসু বলেন, “জুলাই গণ–অভ্যুত্থানের পরও আমরা কোনো পদের লোভে আপস করিনি। অন্তর্বর্তী সরকারের অনাচারের বিরুদ্ধে যারা সোচ্চার থেকেছেন, তাঁদের নিয়ে আমরা এই প্যানেল গড়েছি। এটি কেবল বাম ছাত্র সংগঠনের প্যানেল নয়, বরং গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণের লড়াইয়ে যারা একাত্তর ও চব্বিশের গণহত্যার বিরুদ্ধে অবস্থান নিয়েছে, তাদের সবার সমন্বিত প্যানেল।”