মঙ্গলবার ১৯ আগস্ট ২০২৫, ভাদ্র ৪ ১৪৩২, ২৪ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

এ সপ্তাহেই নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হতে পারে: ইসি সচিব

ওএনপি২৪ নিউজ ডেস্ক

 প্রকাশিত: ২০:২৫, ১৮ আগস্ট ২০২৫

এ সপ্তাহেই নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হতে পারে: ইসি সচিব

এ সপ্তাহেই জাতীয় নির্বাচনের রোডম্যাপ প্রকাশের আশা ইসি সচিবের

জাতীয় নির্বাচনের রোডম্যাপের (পথনকশা) খসড়া প্রস্তুত করেছে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়। কমিশনের অনুমোদন মিললেই এ সপ্তাহেই তা প্রকাশ করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন ইসি সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।

আজ সোমবার নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি।

ইসি সচিব বলেন, মাসিক সমন্বয় সভায় ভোটকেন্দ্র স্থাপন নীতিমালা নিয়ে আলোচনা হয়েছে। তবে ভোটকেন্দ্রের সংখ্যা বাড়ানো হবে না। যৌক্তিক প্রয়োজন দেখা দিলে কিছু পরিবর্তন হতে পারে। তরুণদের জন্য আলাদা বুথের বিষয়ে এখনো আলোচনা হয়নি বলেও জানান তিনি।

সংসদীয় আসনের সীমানা নিয়ে আপত্তি শুনানি প্রসঙ্গে আখতার আহমেদ বলেন, আগামী ২৪ আগস্ট থেকে টানা চার দিন শুনানি অনুষ্ঠিত হবে। এরপর চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে। এর আগে ইসি ৮৩টি আসনের খসড়া প্রকাশ করেছে, যেগুলো নিয়ে দাবি ও আপত্তি জমা পড়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, “নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এখন উদ্বেগের কোনো কারণ নেই। মাঠ প্রশাসন ও সংশ্লিষ্ট সংস্থাগুলো নিজ নিজ দায়িত্ব পালন করছে। নির্বাচন ব্যবস্থাপনা গুছিয়ে নিতেই এখন আমাদের মনোযোগ।”