বাংলাদেশ দক্ষিণ-পূর্ব এশীয় দেশসমূহের জোট আসিয়ানের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে চায় এবং সেক্টরাল ডায়ালগ পার্টনার হিসেবে অন্তর্ভুক্তির প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বারনামাকে দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশের অর্থনৈতিক ও কৌশলগত সম্ভাবনাকে এই প্রক্রিয়ার মূল ভিত্তি হিসেবে উল্লেখ করেছেন।