হাত পাখার প্রার্থী জনাব ফয়জুল করীমের উপর হামলা

আজ (১২ জুন) সোমবার বরিশাল সিটি নির্বাচনে হাত পাখার প্রার্থী জনাব ফয়জুল করীমের উপর নৌকা প্রতিকের কর্মীরা হামলা চালায়। এসময় হাত পাখার কর্মী ও নৌকার কর্মীদের মধ্যে হালকা ধাওয়া পাল্টা ধাওয়া হয়।
জনাব ফয়জুল করীম বলেন, ১৫ মিনিট পূর্বে আমি আমার কর্মীদের বলি কোনো সমস্যা আছে কি..? তারা বললো এখানে নৌকার বেইজ পরে কিছু কর্মীরা আমাদের ভোটারদেরকে ভোট দেওয়ার জন্য ভিতরে প্রবেশ করতে নিষেধ করতেছে। তখন আমি তাদেরকে জিজ্ঞেস করতেই কয়েকজন যুবক আমার উপর হামলা করে এবং কিল ঘুষি দিয়ে আমাকে রক্তাক্ত করে।
তিনি আরও বলেন - আমি একজন আলেম। বয়সেও তাদের থেকে অনেক সিনিয়র। মুখে পাকা দাড়ি। সমাজের ৫ জন হলেও আমাকে রেস্পেক্ট করে। এতকিছুর পরও কিভাবে তারা আমার উপর আক্রমণ করলো। ওরা নরপিশাচ ব্যতীত কিছু নয়।
এরপর ফয়জুল করীম সাহেব নির্বাচন অফিসারের কাছে ভোটের শত অনিয়মের অভিযোগ করেন। তিনি আরও বলেন - ভোট কেন্দ্রের ২০০ মিটারের ভিতরে ভোটারদের কাছে ভোট চাওয়া কোন আইনে আছে?
এছাড়াও তিনি অভিযোগ এনে বলেন যে, হাত পাখার কর্মীদেরকে ভোট কেন্দ্র থেকে বের করেও দেওয়া হয়েছে।
কথা বলার সময় জনাব ফয়জুল করীম সাহেবের মুখে ও নাকে রক্তের দাগ দেখা যায় এবং নিচের ঠোটের এক অংশ আঘাতপ্রাপ্ত হয় অনেকটাই ফুলে গেছে।
সাংবাদিকদের জেরার এক পর্যায়ে জবাব ফয়জুল করীম সাহেব বলেন, 'রক্ত যখন ঝরিয়েছি তাহলে এ সরকারকে পতন না করে ঘরে ফিরবো না' বলে হুঁশিয়ার ও করেন।