৭ মাসে মব সন্ত্রাসে ১১১ নিহত: আসক

ফাইল ছবি
চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত সাত মাসে ‘মব সন্ত্রাসে’ (গণপিটুনি) দেশের বিভিন্ন স্থানে ১১১ জন মানুষ নিহত হয়েছেন বলে জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)।
সোমবার (১১ আগস্ট) সংস্থাটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে রংপুরের তারাগঞ্জ উপজেলায় ৯ আগস্ট ভ্যান চোর সন্দেহে দুইজনকে পিটিয়ে হত্যার ঘটনায় উদ্বেগ ও নিন্দা জানানো হয়।
আসকের মতে, আইন নিজের হাতে তুলে নিয়ে কাউকে হত্যা করা বাংলাদেশের সংবিধানের ৩১ ও ৩২ অনুচ্ছেদে নিশ্চিত করা আইনগত সুরক্ষা ও জীবনের অধিকারের গুরুতর লঙ্ঘন। একইসঙ্গে, আন্তর্জাতিক মানবাধিকার আইনেও এমন ঘটনার ফলে মানুষের জীবন ও নিরাপত্তা চরমভাবে হুমকির মুখে পড়ে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশে ধারাবাহিকভাবে গণপিটুনিতে মানুষ হত্যার ঘটনা ঘটছে, যা জনগণের মধ্যে গভীর উদ্বেগ ও নিরাপত্তাহীনতা সৃষ্টি করেছে। বিচারহীনতার এই সংস্কৃতি সামাজিক সম্প্রীতি এবং আইনের শাসনের জন্য হুমকিস্বরূপ।
সংস্থাটি যেকোনো সংঘবদ্ধ প্ররোচনামূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তি বা গোষ্ঠীকে চিহ্নিত করে কঠোর জবাবদিহির আওতায় আনার দাবি জানিয়েছে।