শুক্রবার ২২ সেপ্টেম্বর ২০২৩, আশ্বিন ৭ ১৪৩০, ০৭ রবিউল আউয়াল ১৪৪৫

ইসলাম

রোজা ও রমজান: পর্ব-৩৩: রোজা রেখেও কাঙ্ক্ষিত ফলাফল পাইনা কেন -৩

মুফতি মুহাম্মাদ নাসিরুদ্দীন

 আপডেট: ১২:২৬, ২৩ এপ্রিল ২০২২

রোজা ও রমজান: পর্ব-৩৩: রোজা রেখেও কাঙ্ক্ষিত ফলাফল পাইনা কেন -৩

৩. ইসলামের অন্যান্য বিধি-বিধানকে সঠিকভাবে না মেনে চলার কারণেঃ এই কথাটিকে আমরা একটি উদাহরণের মাধ্যমে সহজে বুঝতে পারি। যেমন মনে করুন, আমরা এখানে একটি ঘড়ি দেখতে পাচ্ছি। এই ঘড়িতে অনেকগুলো যন্ত্রাংশ লাগানো হয়েছে। একটার সাথে আরেকটাকে কানেকশান দেয়া হয়েছে। এতে চাবি দেবার নিয়ম করা হয়েছে। চাবি না দিলে ঘড়ির যন্ত্রাংশ থেমে যাবে। চাবি দিলেই ঘড়ি চলতে থাকবে। এসব করা হয়েছে যেন ঘড়ি ঠিকমতো সময় দেখাতে পারে। কিন্তু ঘড়ির এই যন্ত্রাংশ যদি একটার সাথে আরেকটার কানেকশান বা সংযোগ না থাকে তাহলে ঘড়িটি আমাদেরকে সঠিক সময় দেখাবে না। ঠিক তেমনিভাবে ইসলাম হচ্ছে একটি ঘড়ির মতো। ইসলামের মধ্যেও ঘড়ির যন্ত্রাংশের মতো অনেক বিধি-বিধান বা হুকুম-আহকাম আছে। আর সেই বিধি-বিধানগুলো একটা আরেকটার সঙ্গে গভীর সম্পর্ক রাখে। একটা ছাড়া আরেকটা চলতে পারে না। যেমন কেউ সালাত পড়ে, কিন্তু সিয়াম পালন করে না, তাহলে সে যেমন পূর্ণ মুসলিম নয়, ঠিক তেমনিভাবে কেউ সিয়াম পালন করে কিন্তু সালাত পড়ে না, সেও পূর্ণ মুসলিম নয়। তাহলে বুঝা গেল যে, ইসলামের একটি বিধান অন্য বিধানের সঙ্গে গভীর সম্পর্ক রাখে। একটা ছাড়া আরেকটা চলতে পারে না। সুতরাং সিয়াম দ্বারা কাক্সিক্ষত  ফলাফল পেতে হলে অবশ্যই ইসলামের যাবতীয় বিধি-বিধানকে মেনে চলতে হবে। তাহলেই সিয়াম পালন করে কাক্সিক্ষত ফলাফল পাওয়া যাবে।
মুফতি মুহাম্মাদ নাসিরুদ্দীন
সাতাউক মধ্যগ্রাম, লাখাই, হবিগঞ্জ
আমলের কথা জানতে ইউটিউবে সার্চ করুন, 01712961470

মন্তব্য করুন: