আজ থেকে দেড়মাস বন্ধ থাকবে দেশের সব কোচিং সেন্টার

আগামী ১৭ আগস্ট শুরু হতে যাচ্ছে চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা। আর এ উপলক্ষে প্রশ্নফাঁস এড়াতে আজ সোমবার ১৪ আগস্ট থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত সারাদেশে সব কোচিং সেন্টার প্রায় দেড়মাস বন্ধ থাকবে।
গত মঙ্গলবার (০৮ আগস্ট) শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি একথা জানান।
তিনি বলেন, এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি আরো বলেন, প্রকাশিত সময়সূচি অনুযায়ী এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রশ্ন ফাঁস এড়াতে বন্ধ থাকবে সারাদেশে সব ধরনের কোচিং সেন্টার।
অনলাইন নিউজ পোর্টাল ২৪