রোববার ১০ আগস্ট ২০২৫, শ্রাবণ ২৬ ১৪৩২, ১৫ সফর ১৪৪৭

জাতীয়

ওসমানী বিমানবন্দর থেকে সাড়ে ১৭ কেজি স্বর্ণসহ দুই যাত্রী আটক

 প্রকাশিত: ১৪:২০, ৬ ফেব্রুয়ারি ২০২৫

ওসমানী বিমানবন্দর থেকে সাড়ে ১৭ কেজি স্বর্ণসহ দুই যাত্রী আটক

সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দুই যাত্রীর কাছ থেকে সাড়ে ১৭ কেজি স্বর্ণ জব্দসহ দুই যাত্রীকে আটক করেছে জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) সদস্যরা।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে এসব স্বর্ণ আটক করা হয়।

ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে জানা যায়, বিমানবন্দরের গ্রিন জোন চ্যানেল থেকে দুই যাত্রী স্বর্ণ নিয়ে বেরিয়ে যাওয়ার পর জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) সদস্যরা পার্কিং থেকে দুই যাত্রীকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে সাড়ে ১৭ কেজি স্বর্ণের চালান জব্দ করা হয়।

ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর দায়িত্বরত কাস্টমসের সহকারী কমিশনার ইনজামাম-উল-হক সত্যতা নিশ্চিত করেছেন।