মঙ্গলবার ০৯ ডিসেম্বর ২০২৫, অগ্রাহায়ণ ২৪ ১৪৩২, ১৮ জমাদিউস সানি ১৪৪৭

ব্রেকিং

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি : ক্লাস শুরু ১ জানুয়ারি, ‘চূড়ান্ত হচ্ছে’ অধ্যাদেশ মাগুরায় সংঘর্ষে আহত যুবকের মৃত্যু, ফের সংঘাতে আহত ৫০ ভোট: এবার নিবন্ধন পেল ৮১ স্থানীয় পর্যবেক্ষক প্রতিষ্ঠান ক্ষমতায় যাওয়ার অপেক্ষায় জামায়াত, বললেন পরওয়ার কারাগারে শওকত মাহমুদ, রিমান্ড শুনানি বৃহস্পতিবার বিটিভি-বেতারে সিইসির তফসিল-সংক্রান্ত ভাষণ রেকর্ড ১০ ডিসেম্বর খালেদা জিয়ার লন্ডনযাত্রা আরো পেছাল মহানবীকে কটূক্তি: তিতুমীরের শিক্ষার্থী বিশ্বজিৎ রিমান্ডে উৎসবমুখর নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে : স্বরাষ্ট্র উপদেষ্টা রিমান্ডে দিলে হার্ট অ্যাটাক করতে পারি: আদালতকে নাসার নজরুল আনিসুল-মঞ্জুর নেতৃত্বে নতুন জোটের আত্মপ্রকাশ মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় গৃহকর্মী, ধারণা পুলিশের সাবেক মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ ১৬ জনকে ট্রাইব্যুনালে হাজির ভারতের গোয়া নাইটক্লাব অগ্নিকাণ্ডে নিহত ২৫ জনের মধ্যে নেপালি ৪ জন নিউইয়র্কে ইসরাইল, কাতার ও যুক্তরাষ্ট্রের ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত

জাতীয়

গাজীপুরে সাংবাদিক তুহিন খুন — শোকে ভেঙে পড়েছে পরিবার

 প্রকাশিত: ২১:২৪, ৮ আগস্ট ২০২৫

গাজীপুরে সাংবাদিক তুহিন খুন — শোকে ভেঙে পড়েছে পরিবার

গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় সশস্ত্র হামলায় নিহত হয়েছেন সাংবাদিক আসাদুজ্জামান তুহিন (৩৮)। বৃহস্পতিবার রাতের এই হত্যাকাণ্ডে শোকে পাথর হয়ে গেছে ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার ভাটিপাড়া গ্রামের তাঁর পরিবার।

“কী অপরাধ করেছিল আমার ছেলে? কী অন্যায় করেছিল সে?” আহাজারি করতে করতে এমন প্রশ্নই ছুড়ে দিচ্ছিলেন তুহিনের বৃদ্ধ বাবা মো. হাসান জামাল (৮০)। বয়সের ভারে ন্যুব্জ এই মানুষটি ছেলের মৃত্যুসংবাদ পাওয়ার পর থেকে বারবার অজ্ঞান হয়ে পড়ছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার রাতে কয়েকজন অস্ত্রধারী তুহিনকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে পালিয়ে যায়। খবর পৌঁছাতেই রাতেই ভাটিপাড়ায় স্বজন ও প্রতিবেশীরা ভিড় জমায়; শোকে ভেঙে পড়েন সবাই।

তুহিনের মা সাবিহা খাতুন (৭৫) কান্না জড়িত কণ্ঠে বলেন, “কালও বলল, আম্মা তোমাকে আগামী মাসে চোখের ডাক্তার দেখাবো। অপারেশন লাগলে করাবো। তুমি ভালো হয়ে যাবে। কিন্তু আমার তুহিনরে মাইরা ফেলল কারা? আমি বিচার চাই।”

পাঁচ ভাই ও দুই বোনের মধ্যে সবার ছোট তুহিন ২০০৫ সালে এসএসসি, ২০০৭ সালে এইচএসসি এবং পরে ভাওয়াল কলেজ থেকে স্নাতক (সম্মান) শেষ করেন। প্রথমে ভাইয়ের ব্যবসায় যুক্ত থাকলেও পরবর্তীতে ওষুধ কোম্পানিতে চাকরি এবং ২০১২ সাল থেকে দৈনিক প্রতিদিনের কাগজএর গাজীপুর প্রতিনিধি হিসেবে কাজ করছিলেন।

স্বজনরা জানান, তুহিন রাজনীতি বা অপরাধজগতের সঙ্গে কোনোদিন যুক্ত ছিলেন না। নিয়মিত বাবামায়ের খোঁজখবর নিতেন। তাঁর স্ত্রী মুক্তা আক্তার, দুই ছেলে তৌকির (৭) ও ফাহিম (৩) রয়েছেন।

বড় ভাই জসিম উদ্দিন ২০০৯ সালে ক্যান্সারে মারা যাওয়ার পর থেকেই পরিবারের দায়িত্বের বড় অংশ তুহিনের ওপর এসে পড়ে। গাজীপুরে তাঁর সঙ্গে থাকেন ভাই সেলিম উদ্দিন, যিনি পরিবহন শ্রমিক হিসেবে কাজ করেন।

বোন সাইদা আক্তার রত্না কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার ভাইকে যারা হত্যা করেছে, তাদের ফাঁসি চাই। সে কখনো খারাপ লোকদের সঙ্গে চলাফেরা করত না।”

পুলিশ বলছে, ঘটনার কারণ উদঘাটন ও হামলাকারীদের শনাক্তে তদন্ত চলছে।