দুই দলীয় অচলাবস্থায় ঐক্যের আহ্বান যুক্তরাষ্ট্রে

‘সর্বজনীনতাবাদ’ ধারণা তুলে ধরে বিভাজন পেরিয়ে নতুন ভবিষ্যৎ গড়ার আহ্বান
যুক্তরাষ্ট্রে বর্তমান দুই দলীয় রাজনৈতিক কাঠামো (রিপাবলিকান বনাম ডেমোক্র্যাট) নিয়ে অসন্তোষ বাড়ছে। সিএনএনের এক জরিপে দেখা গেছে, ৬৩ শতাংশ মার্কিনি তৃতীয় একটি রাজনৈতিক দলের পক্ষে। এই প্রেক্ষাপটে ধনকুবের ইলন মাস্ক নতুন দল গঠনের ইচ্ছা প্রকাশ করেছেন, যদিও জরিপে তাঁর নেতৃত্বে সমর্থন কমে যায়। রাজনৈতিক বিশ্লেষকের ভাষায়, যুক্তরাষ্ট্র এখন ‘দুই দলীয় অচলাবস্থার’ মধ্যে রয়েছে।
এদিকে রিপাবলিকান পার্টি ট্রাম্পের ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’ আন্দোলনে রূপান্তরিত হয়েছে। অপরদিকে, গণতন্ত্রকে টিকিয়ে রাখতে এবং সম্প্রসারণে নানা উদ্যোগ চলছে। বিভিন্ন সংগঠন ভোটাধিকার, প্রাতিষ্ঠানিক সংস্কার, সংলাপ গঠন ও বিভাজন কমানোর লক্ষ্যে কাজ করছে। কিছু সংগঠন নির্বাচনী সংস্কারের মাধ্যমে ভোটারদের সামনে বেশি বিকল্প তৈরির প্রচেষ্টা চালাচ্ছে।
‘আউট অব মেনি, ওয়ান: রাইটিংস অন আমেরিকান ইউনিভার্সালিজম’ শিরোনামে প্রকাশিত প্রবন্ধসংকলনে যুক্তরাষ্ট্রের ‘সর্বজনীনতাবাদ’ ধারণাকে নতুনভাবে উপস্থাপন করা হয়েছে। এর লক্ষ্য—দেশের জন্য গর্ববোধ ও ভুল স্বীকার করার সাহস, দুটোই ধরে রাখা। লেখকেরা মনে করেন, এই মূল্যবোধ সমান অধিকার, স্বাধীনতা ও ন্যায়ের ভিত্তিতে প্রকৃত সাংবিধানিক গণতন্ত্র প্রতিষ্ঠায় সহায়ক হতে পারে।
বইটির তরুণ লেখকেরা (মিলেনিয়াল ও জেনারেশন জি) ইন্টারনেট যুগের বিভাজন ও বিদ্বেষ পেরিয়ে নতুনভাবে গড়ার আহ্বান জানিয়েছেন। তাঁদের মতে, ঐক্য মানে সবাইকে এক রকম করা নয়; বরং ভিন্নতা বজায় রেখেও দেশের জন্য একসঙ্গে কাজ করা। যারা এখনো এই সর্বজনীন মূল্যবোধে আস্থা রাখে, তাঁদের জন্য যুক্তরাষ্ট্রের স্বপ্ন এখনো বেঁচে আছে এবং লড়াইয়ের পথ খুঁজছে।