মঙ্গলবার ০৯ ডিসেম্বর ২০২৫, অগ্রাহায়ণ ২৪ ১৪৩২, ১৮ জমাদিউস সানি ১৪৪৭

ব্রেকিং

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি : ক্লাস শুরু ১ জানুয়ারি, ‘চূড়ান্ত হচ্ছে’ অধ্যাদেশ মাগুরায় সংঘর্ষে আহত যুবকের মৃত্যু, ফের সংঘাতে আহত ৫০ ভোট: এবার নিবন্ধন পেল ৮১ স্থানীয় পর্যবেক্ষক প্রতিষ্ঠান ক্ষমতায় যাওয়ার অপেক্ষায় জামায়াত, বললেন পরওয়ার কারাগারে শওকত মাহমুদ, রিমান্ড শুনানি বৃহস্পতিবার বিটিভি-বেতারে সিইসির তফসিল-সংক্রান্ত ভাষণ রেকর্ড ১০ ডিসেম্বর খালেদা জিয়ার লন্ডনযাত্রা আরো পেছাল মহানবীকে কটূক্তি: তিতুমীরের শিক্ষার্থী বিশ্বজিৎ রিমান্ডে উৎসবমুখর নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে : স্বরাষ্ট্র উপদেষ্টা রিমান্ডে দিলে হার্ট অ্যাটাক করতে পারি: আদালতকে নাসার নজরুল আনিসুল-মঞ্জুর নেতৃত্বে নতুন জোটের আত্মপ্রকাশ মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় গৃহকর্মী, ধারণা পুলিশের সাবেক মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ ১৬ জনকে ট্রাইব্যুনালে হাজির ভারতের গোয়া নাইটক্লাব অগ্নিকাণ্ডে নিহত ২৫ জনের মধ্যে নেপালি ৪ জন নিউইয়র্কে ইসরাইল, কাতার ও যুক্তরাষ্ট্রের ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত

জাতীয়

শিক্ষকদের মর্যাদা নিশ্চিতের আহ্বান যশোরের সুধী সমাবেশে

ওএনপি২৪ নিউজ ডেস্ক

 প্রকাশিত: ২১:২৫, ৮ আগস্ট ২০২৫

শিক্ষকদের মর্যাদা নিশ্চিতের আহ্বান যশোরের সুধী সমাবেশে

যশোরে ‘প্রিয় শিক্ষক সম্মাননা ২০২৫’ উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে বক্তারা

যশোরে ‘আইপিডিসি–প্রথম আলো প্রিয় শিক্ষক সম্মাননা ২০২৫’ উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে বক্তারা বলেছেন, শিক্ষকদের যথাযথ মর্যাদা না দিলে জাতি এগোতে পারে না। স্বাধীনতার পর থেকে নানা শিক্ষানীতি ও কমিশন হলেও রাষ্ট্র এখনো শিক্ষকদের প্রাপ্য সম্মান দেয়নি। তাঁরা শিক্ষাবান্ধব সরকারের আহ্বান জানান।

আজ শুক্রবার বিকেলে শহরের সরকারি বালিকা উচ্চবিদ্যালয় মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে দেশাত্মবোধক গান পরিবেশন করেন সম্মিলিত সাংস্কৃতিক জোট যশোরের সভাপতি দীপঙ্কর দাস। শিক্ষক, সাহিত্যিক, লেখকসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ আলোচনায় অংশ নেন।

সমাবেশে প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান, বেগম রোকেয়া পদকপ্রাপ্ত উন্নয়নকর্মী অর্চনা বিশ্বাস, জেলা আইনজীবী সমিতির সভাপতি আবু মুর্তজা, যশোর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম, জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদের সভাপতি শ্রাবণী সুর, এমএসটিপি বালিকা বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ খাইরুল আনামসহ অনেকে বক্তব্য দেন।

বক্তারা বলেন, শিক্ষকদের অবদান জাতি গঠনে অপরিসীম, কিন্তু তাঁদের মর্যাদা নিশ্চিত না হলে শিক্ষার মানোন্নয়ন সম্ভব নয়। অনুষ্ঠানে শিক্ষককে সম্মান জানানো দুটি ভিডিও প্রদর্শিত হলে অতিথিরা আবেগাপ্লুত হয়ে দাঁড়িয়ে সম্মান জানান।

২০১৯ সাল থেকে প্রিয় শিক্ষক সম্মাননা দেওয়া হচ্ছে। চলতি বছর অক্টোবর মাসে প্রাথমিক ও মাধ্যমিক—দুই ক্যাটাগরি থেকে সাতজন শিক্ষককে এ সম্মাননা দেওয়া হবে। মনোনয়ন দেওয়া যাবে অনলাইনে (www.priyoshikkhok.com) আগামী নির্ধারিত সময়ের মধ্যে।