শিক্ষকদের মর্যাদা নিশ্চিতের আহ্বান যশোরের সুধী সমাবেশে

যশোরে ‘প্রিয় শিক্ষক সম্মাননা ২০২৫’ উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে বক্তারা
যশোরে ‘আইপিডিসি–প্রথম আলো প্রিয় শিক্ষক সম্মাননা ২০২৫’ উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে বক্তারা বলেছেন, শিক্ষকদের যথাযথ মর্যাদা না দিলে জাতি এগোতে পারে না। স্বাধীনতার পর থেকে নানা শিক্ষানীতি ও কমিশন হলেও রাষ্ট্র এখনো শিক্ষকদের প্রাপ্য সম্মান দেয়নি। তাঁরা শিক্ষাবান্ধব সরকারের আহ্বান জানান।
আজ শুক্রবার বিকেলে শহরের সরকারি বালিকা উচ্চবিদ্যালয় মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে দেশাত্মবোধক গান পরিবেশন করেন সম্মিলিত সাংস্কৃতিক জোট যশোরের সভাপতি দীপঙ্কর দাস। শিক্ষক, সাহিত্যিক, লেখকসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ আলোচনায় অংশ নেন।
সমাবেশে প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান, বেগম রোকেয়া পদকপ্রাপ্ত উন্নয়নকর্মী অর্চনা বিশ্বাস, জেলা আইনজীবী সমিতির সভাপতি আবু মুর্তজা, যশোর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম, জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদের সভাপতি শ্রাবণী সুর, এমএসটিপি বালিকা বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ খাইরুল আনামসহ অনেকে বক্তব্য দেন।
বক্তারা বলেন, শিক্ষকদের অবদান জাতি গঠনে অপরিসীম, কিন্তু তাঁদের মর্যাদা নিশ্চিত না হলে শিক্ষার মানোন্নয়ন সম্ভব নয়। অনুষ্ঠানে শিক্ষককে সম্মান জানানো দুটি ভিডিও প্রদর্শিত হলে অতিথিরা আবেগাপ্লুত হয়ে দাঁড়িয়ে সম্মান জানান।
২০১৯ সাল থেকে প্রিয় শিক্ষক সম্মাননা দেওয়া হচ্ছে। চলতি বছর অক্টোবর মাসে প্রাথমিক ও মাধ্যমিক—দুই ক্যাটাগরি থেকে সাতজন শিক্ষককে এ সম্মাননা দেওয়া হবে। মনোনয়ন দেওয়া যাবে অনলাইনে (www.priyoshikkhok.com) আগামী নির্ধারিত সময়ের মধ্যে।