বুধবার ১৩ আগস্ট ২০২৫, শ্রাবণ ২৯ ১৪৩২, ১৮ সফর ১৪৪৭

জাতীয়

তিন জেলায় একযোগে অভিযান: হাজারো অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

 প্রকাশিত: ২৩:৪৯, ১২ আগস্ট ২০২৫

তিন জেলায় একযোগে অভিযান: হাজারো অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নের লক্ষ্যে ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুরে অভিযান চালানো হয়েছে।

ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে একযোগে অভিযান চালিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়। মঙ্গলবার (১২ আগস্ট) মন্ত্রণালয়ের পাঠানো এক বার্তায় এসব তথ্য জানানো হয়।

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিজা খাতুনের নেতৃত্বে মিরেরটেক, হাতুরাপাড়া ও নয়াপুর এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে প্রায় ২.৫ কিলোমিটার জুড়ে ছড়িয়ে থাকা প্রায় ৯০০টি আবাসিক বার্নার এবং একটি চুনা ভাটির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ সময় ২ ইঞ্চি ব্যাসের ১০০ ফুট এবং ১ ইঞ্চি ব্যাসের ৪০ ফুট এমএস পাইপসহ বিভিন্ন ধরনের প্লাস্টিক পাইপ অপসারণ ও ধ্বংস করা হয়।

ঢাকার করাইল বস্তি এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন রায়ের নেতৃত্বে পরিচালিত অপর অভিযানে ১,০৫০টি ডাবল বার্নারের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়, যা প্রতিদিন প্রায় ২২,০৫০ ঘনফুট গ্যাস সাশ্রয়ে সহায়ক হবে। এ সময় প্রায় ৫৬০ ফুট অবৈধ পাইপলাইন অপসারণ করা হয়।

অন্যদিকে, গাজীপুরের কাশিমপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট সিমন সরকারের নেতৃত্বে সুরাবাড়ি ও দেওয়ান মার্কেট এলাকায় পরিচালিত অভিযানে প্রায় ১৬০টি বাড়ির ৪২০টি ডাবল চুলার সংযোগ বিচ্ছিন্ন করা হয়। অভিযানে প্রায় ৬১০ ফুট বিভিন্ন আকারের পাইপ অপসারণ করা হয় এবং অবৈধ গ্যাস সরবরাহের ৭টি উৎসমুখ স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়। পাশাপাশি ১২টি অবৈধ রেগুলেটরও জব্দ করা হয়।