আ.লীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলা, গ্রেফতার ১৯

চট্টগ্রাম নগরীর বন্দর থানা
চট্টগ্রাম নগরীর বন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) আবু সাঈদ রানাকে কুপিয়ে জখম করার ঘটনায় নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৭০ জন নেতাকর্মীর বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেছে পুলিশ। মামলাগুলো মঙ্গলবার অস্ত্র ও সন্ত্রাস দমন আইনে করা হয়। আসামিদের মধ্যে ৩০ জন এজাহারনামীয় এবং ৪০ জন অজ্ঞাত।
বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) আফতাব উদ্দিন জানান, পুলিশ বাদী হয়ে এই দুটি মামলা দায়ের করেছে। ইতোমধ্যে ঘটনায় জড়িত সন্দেহে ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে। সর্বশেষ মঙ্গলবার আরও একজনকে গ্রেফতার করা হয়, যাকে বুধবার আদালতে পাঠানো হয়েছে।
ওসি আরও জানান, কুপিয়ে জখম করা এসআই আবু সাঈদ রানার শারীরিক অবস্থা আগের তুলনায় উন্নতির দিকে। সন্ত্রাসীরা তার মাথা, ঘাড়, হাত ও পেটে এলোপাতাড়ি কোপায়। গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়, যেখানে তিনি এখনো চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনাটি ঘটে সোমবার রাত সাড়ে ১১টার দিকে। বন্দর থানাধীন সল্টগোলা ক্রসিং ঈশান মিস্ত্রিঘাট খালপাড় এলাকায় ঝটিকা মিছিল বের করে নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। মিছিলের নেতৃত্বে ছিলেন স্থানীয় যুবলীগ নেতা শাকিল। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে ১০-১২ জন যুবক তাদের ধাওয়া করে। পুলিশ সদস্যরা পিছু হটলেও এসআই রানা পড়ে গেলে হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তার মাথা, গলা, হাত ও পেটে উপর্যুপরি আঘাত করে। ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে ১৮ জনকে গ্রেফতার করে।