সোমবার ০৪ আগস্ট ২০২৫, শ্রাবণ ২০ ১৪৩২, ০৯ সফর ১৪৪৭

রাজনীতি

সমাবেশ-পরবর্তী সড়ক পরিচ্ছন্নতায় ছাত্রদলের নেতাকর্মীরা

 প্রকাশিত: ২১:২৫, ৩ আগস্ট ২০২৫

সমাবেশ-পরবর্তী সড়ক পরিচ্ছন্নতায় ছাত্রদলের নেতাকর্মীরা

ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের সড়ক পরিষ্কার করতে দেখা গেছে। ছবি সংগৃহীত

২৪ এর জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর শাহবাগে এক সমাবেশের আয়োজন করে ছাত্রদল। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত নেতাকর্মীরা সমাবেশে অংশগ্রহণ করেন এবং দুপুরে সড়কের পাশেই খাবার গ্রহণ করেন।

খাবার শেষে অনেকের ফেলে যাওয়া পানির বোতল ও অন্যান্য ময়লা-আবর্জনার কারণে সড়কে অস্বস্তিকর পরিস্থিতি সৃষ্টি হলেও, সমাবেশ শেষ হওয়ার পর ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে সড়ক পরিষ্কার-পরিচ্ছন্ন করার কাজে অংশ নেন।

রবিবার (৩ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শাহবাগের চারপাশে তাদের হাতে ঝাড়ু ও বস্তা নিয়ে পরিচ্ছন্নতায় অংশ নিতে দেখা যায়। নেতাকর্মীরা জানান, সমাবেশে অংশগ্রহণের আগে তাদের কেন্দ্র থেকে কিছু নির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয়েছিল। তার একটি ছিল—সমাবেশ শেষে সড়ক পরিষ্কার করে যাওয়া।

এ বিষয়ে কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সালেহ মো. আদনান বলেন, "পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। তাছাড়া আজ যেহেতু আমাদের সমাবেশ ছিল, তাই অনেকে ইচ্ছায়-অনিচ্ছায় সড়কে ময়লা-আবর্জনা ফেলেছে। এ জন্য সমাবেশ শেষে সড়ক পরিষ্কার করা আমাদের দায়িত্ব ছিল। আমরা সড়কের মতো এ দেশ থেকে সব ময়লা-আবর্জনা দূর করে একটি সুন্দর, সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চাই।"