সোমবার ০৪ আগস্ট ২০২৫, শ্রাবণ ২০ ১৪৩২, ০৯ সফর ১৪৪৭

জাতীয়

হবিগঞ্জে অগ্নিকাণ্ডের তিন দিন পরও স্থিতিশীল হয়নি বিদ্যুৎ সরবরাহ

ওএনপি২৪ নিউজ ডেস্ক

 প্রকাশিত: ২১:৩৯, ৩ আগস্ট ২০২৫

হবিগঞ্জে অগ্নিকাণ্ডের তিন দিন পরও স্থিতিশীল হয়নি বিদ্যুৎ সরবরাহ

অগ্নিকাণ্ডের পর শাহজীবাজার বিদ্যুৎ উপকেন্দ্রের কারণে বিদ্যুৎহীন হবিগঞ্জ শহরজুড়ে জনদুর্ভোগ।

হবিগঞ্জের শাহজীবাজার বিদ্যুৎ উপকেন্দ্রে অগ্নিকাণ্ডের তিন দিন পেরিয়ে গেলেও পুরোপুরি স্বাভাবিক হয়নি জেলার বিদ্যুৎ সরবরাহ। এখনো দিনজুড়ে দীর্ঘ সময় বিদ্যুৎহীন থাকতে হচ্ছে জেলা সদরসহ আশপাশের এলাকার বাসিন্দাদের। এতে জনজীবনে সৃষ্টি হয়েছে চরম দুর্ভোগ।

গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ৩৩/১১ কেভি ক্ষমতাসম্পন্ন শাহজীবাজার উপকেন্দ্রের সুইচিং ব্রেকারে আগুন লাগার ঘটনা ঘটে। এতে তাৎক্ষণিকভাবে পুরো উপকেন্দ্রের বিদ্যুৎ সঞ্চালন বন্ধ হয়ে যায়। এর ফলে জেলা সদরসহ আশপাশের এলাকা প্রায় ১৫ ঘণ্টা বিদ্যুৎহীন অবস্থায় থাকে।

এরপর থেকে বিদ্যুৎ সরবরাহ আংশিকভাবে চালু হলেও তা এখনো সম্পূর্ণ স্থিতিশীল হয়নি। আজ রোববার দুপুর দেড়টা থেকে রাত আটটা পর্যন্ত শহরের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ ছিল না। এর আগেও শনিবার রাত আড়াইটা থেকে রোববার সকাল নয়টা পর্যন্ত বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল। গত তিন দিন ধরে দিনে গড়ে ৮ থেকে ১০ ঘণ্টা বিদ্যুৎহীন থাকতে হচ্ছে শহরবাসীকে।

এতে শহরের বিদ্যুৎনির্ভর যানবাহন—ইজিবাইক ও অটোরিকশা চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে। বাসাবাড়িতে দেখা দিয়েছে পানি ও গ্যাসের সংকট। জনদুর্ভোগ দিনকে দিন বেড়েই চলেছে।

শহরের পিটিআই এলাকার গৃহবধূ শিল্পী সরকার বলেন, “পানি ছাড়া মানুষ বাঁচে? গতকাল থেকে আমরা পানি ছাড়াই আছি।”

অন্যদিকে অটোরিকশাচালক শাহেদ মিয়া জানান, “দুই দিন ধরে বিদ্যুৎ না থাকায় গ্যাস স্টেশন থেকে গ্যাস নিতে পারছি না। গাড়ি চালানো যাচ্ছে না।”

হবিগঞ্জ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মঞ্জুরুল মুর্শেদ বলেন, “অগ্নিকাণ্ডের পর থেকে আমরা ডাবল লাইনের বদলে সিঙ্গেল লাইনে বিদ্যুৎ সরবরাহ করছি। আজকের বৃষ্টিতে ওই লাইনেও ত্রুটি দেখা দিয়েছে। পুরোপুরি স্বাভাবিক হতে আরও দুই থেকে তিন দিন লাগতে পারে।”