ব্যবসায় কত পার্সেন্ট লাভ করা জায়েজ?

উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
ইসলামী শরীয়তে ক্রয়-বিক্রয়ের বৈধতা নিবদ্ধ করেছে ক্রেতা বিক্রেতার পারস্পরিক সম্মতির ভিত্তিতে এবং কোনো পরিমাণ বা সীমা নির্ধারণ করেনি মুনাফার ক্ষেত্রে। বরং বিষয়টি ছেড়ে দিয়েছে ক্রেতা বিক্রেতার সন্তুষ্টি এবং “উরফ” বা স্থানীয় প্রচলনের উপর।
পারস্পরিক সম্মতিতে উভয়ে মুনাফা অর্জনের যেকোন হার নির্ধারণ করতে পারে। তবে ইসলামের শিক্ষা হল মানুষের প্রতি সদয় হওয়া, কারও অপারগতার বা সংকটের সুযোগ না নেওয়া। তাই এতটুকু মুনাফা নেওয়া উচিত যাতে বিক্রেতার পাশাপাশি ক্রেতার স্বার্থও অন্তর্ভুক্ত থাকে। পণ্য কিনে তিনিও যেন ক্ষতিগ্রস্থ না হন।
মুসনাদে আহমাদে আছে,
"عَنْ اَبِي هُرَيْرَةَ اَنَّ رَجُلًا جَاءَ فَقَالَ: يَا رَسُولَ اﷲِ سَعِّرْ! فَقَالَ: بَلْ أَدْعُو، ثُمَّ جَاءَ هُ رَجُلٌ فَقَالَ: يَا رَسُولَ اﷲِ سَعِّرْ! فَقَالَ: بَلْ اﷲُ يَخْفِضُ وَيَرْفَعُ، وَإِنِّي لَاَرْجُو أَنْ أَلْقَی اﷲَ وَلَيْسَ لِأَحَدٍ عِنْدِي مَظْلَمَةٌ". ( ٢/ ٣٣٧، رقم الحديث: ٣٤٥٠، ط: موسسة قرطبة مصر)
আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত যে, এক ব্যক্তি রাসূলুল্লাহ সা. এর কাছে এসে বললঃ হে আল্লাহর রাসূল! (জিনিসের) মূল্য নির্ধারণ করে দিন! তিনি বললেনঃ “না” আমি দোয়া করে দিব।, অতঃপর আরেক ব্যক্তি এসে বলল, হে আল্লাহর রাসূল মূল্য নির্ধারণ করে দিন। তিনি বললেনঃ নিশ্চয়ই আল্লাহ! নামিয়ে দেয় এবং বাড়িয়ে দেন। এবং আমি আল্লাহর সাথে এমন অবস্থায় সাক্ষাত করতে চাই যে, আমি কারো ওপর জুলুম করিনি।" (2/337, হাদিস নম্বর: 3450, কুরতুবা ফাউন্ডেশন, মিসর)
দুরারুল হুক্কাম ফি শরহি মাজাল্লাতিল আহাকাম গ্রন্থে আছে,
الثمن المسمى هو الثمن الذي يسميه ويعينه العاقدان وقت البيع بالتراضي سواء كان مطابقاً للقيمة الحقيقية أو ناقصاً عنها أو زائداً عليها". فقط واللہ اعلم ( درر الحكام في شرح مجلة الأحكام ، المادة 153)
নির্ধারিত মূল্য হলো, ওই মূল্য যাতে ক্রয় বিক্রয়ের সময় ক্রেতা বিক্রেতা উভয়ে সন্তুষ্টচিত্তে সম্মত হয়। চাই সেটা বস্তুর বাজারদরের সমান হোক বা বেশী হোক অথবা কম হোক।
উত্তর দিয়েছেনঃ মুফতি সাইদুজ্জামান কাসেমি
মুসলিম বাংলা