পাকিস্তান ও ভারতের শেয়ারবাজারে দরপতন, বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক

ভারত-পাকিস্তান উত্তেজনায় শেয়ারবাজারে বড় ধস, বিনিয়োগকারীদের মধ্যে চরম আতঙ্ক
ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার জেরে দুই দেশের শেয়ারবাজারে বৃহস্পতিবার বড় ধরনের দরপতন হয়েছে। ভারতের শীর্ষ দুটি স্টক সূচক—সেনসেক্স ও নিফটি—প্রায় অর্ধ শতাংশ কমে গেছে।
এদিকে পাকিস্তানের করাচি স্টক এক্সচেঞ্জে বিনিয়োগকারীদের মধ্যে ব্যাপক আতঙ্ক দেখা গেছে। ফলে লেনদেনে ধস নামে, যার কারণে একপর্যায়ে লেনদেন সাময়িক বন্ধ করে দিতে হয়। বাজারে ছয় শতাংশের বেশি দরপতন হয়েছে।
শুধু শেয়ারবাজার নয়, মুদ্রাবাজারেও এই উত্তেজনার প্রভাব পড়েছে। মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় রুপি ও পাকিস্তানি রুপির মূল্য যথাক্রমে এক শতাংশেরও বেশি কমে গেছে।
উভয় দেশই একে অপরের বিরুদ্ধে ড্রোন হামলার অভিযোগ তুলেছে, যা বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ বাড়িয়েছে।
ভারতীয় প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, পাকিস্তান বুধবার দিবাগত রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত কাশ্মির, পাঞ্জাব ও গুজরাটের অন্তত ১৫টি শহরের সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। শ্রীনগর, পাঠানকোট, অমৃতসর, লুধিয়ানা ও চণ্ডীগড় এসব হামলার লক্ষ্যবস্তু ছিল। ভারত জানিয়েছে, তারা এসব হামলা সফলভাবে প্রতিহত করেছে। তবে হতাহতের বিষয়ে কিছু জানায়নি।
এই উত্তেজনার প্রেক্ষিতে ভারতের পাঞ্জাব রাজ্যের গুরদাসপুর জেলায় বৃহস্পতিবার রাত ৯টা থেকে শুক্রবার ভোর ৫টা পর্যন্ত সম্পূর্ণ ব্ল্যাকআউটের নির্দেশ দিয়েছে প্রশাসন। ‘অপারেশন সিঁদুরে’র পর এমন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানানো হয়।
সূত্র: আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলো