জুলাই স্মৃতি ফাউন্ডেশনে নেতৃত্ব পরিবর্তন: স্নিগ্ধর পদত্যাগ

মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদ থেকে পদত্যাগ করেছেন মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ।
বৃহস্পতিবার (৮ মে) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত ফাউন্ডেশনের বোর্ড সভা শেষে তিনি এ ঘোষণা দেন। সভায় সভাপতিত্ব করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এবং ফাউন্ডেশনের সভাপতি নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস।
সভা শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্নিগ্ধ নিজেই তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন।
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন (JSSF) বাংলাদেশে ২০২৫ সালের জুলাই মাসে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের সহায়তা প্রদানের লক্ষ্যে প্রতিষ্ঠিত একটি স্বেচ্ছাসেবী সংস্থা। এটি শহীদ ও আহতদের পরিবারকে আর্থিক, চিকিৎসা ও আইনি সহায়তা প্রদান করে থাকে।