শুক্রবার ০৯ মে ২০২৫, বৈশাখ ২৬ ১৪৩২, ১১ জ্বিলকদ ১৪৪৬

ব্রেকিং

আইভীর বাড়িতে পুলিশ, অনুসারীদের জটলা রাজনৈতিক দলের সঙ্গে ঐকমত্য কমিশনের পরবর্তী ধাপের আলোচনার কর্মপরিকল্পনা দ্রুত চূড়ান্ত করার নির্দেশ দিলেন প্রধান উপদেষ্টা আমরা অন্তবর্তীকালীন সরকারের সাফল্য চাই: মির্জা ফখরুল তথ্যযুদ্ধ: কতটা সত্যি বলছে ভারত ও পাকিস্তান? ভারত-পাকিস্তানের সংঘাতে এরপর কী? পাকিস্তান ভারত সীমান্তে উত্তেজনার নতুন অধ্যায়: ক্ষেপণাস্ত্র, হামলা ও তথ্যযুদ্ধ আওয়ামী লীগের দুই সহযোগী সংগঠন নিষিদ্ধ হতে যাচ্ছে: আসিফ মাহমুদ জুলাই স্মৃতি ফাউন্ডেশনে নেতৃত্ব পরিবর্তন: স্নিগ্ধর পদত্যাগ আবদুল হামিদের দেশত্যাগে জড়িতদের ধরা হবে, না হলে আমিই চলে যাব: স্বরাষ্ট্র উপদেষ্টা সরকার সংবাদপত্রের মধ্যে ইতিবাচক প্রতিদ্বন্দ্বিতা দেখতে চায় : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা প্রথম আমেরিকান পোপ হলেন রবার্ট প্রিভোস্ট ২০২৫: টেকনোলজির ঝড় উঠছে! ভারত-পাকিস্তানে যুদ্ধের দামামা: বাংলাদেশে কী প্রভাব, করণীয় কী রক্তের প্রতিটি ফোঁটার বদলা নেব: শেহবাজ শরিফ

ইসলাম

ফজরের সময় উঠতে না পারলে করণীয়

 প্রকাশিত: ১৬:৩৮, ৮ জুলাই ২০২৩

ফজরের সময় উঠতে না পারলে করণীয়

প্রশ্নঃ যদি ঘুম থেকে উঠে দেখি ফজরের ওয়াক্ত শেষ হয়ে খেছে তখন কে করনিয়/ফজরের সালাত কি পরার কো নিয়ম আছে?

উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم

মুমিন নামাযের পাবন্দী করবে। এটিই মুমিনের পরিচয়। কোনো সময় মুমিনের থেকে নামায ছুটতে পারে না। নামাযের জন্য নির্দিষ্ট সময় আছে। পাঁচ ওয়াক্ত নামাজের সুনির্দিষ্ট সময় আদায় করতে হয়। আল্লাহ তাআলা বলেন,

إن الصلاة كانت على المؤمنين كتابا موقوتا

অর্থ: নির্ধারিত সময়ে সালাত কায়েম করা মু’মিনদের জন্যে অবশ্যকর্তব্য।

যারা নামাযের হেফাজত করবে না, তারা ভয়াবহ আযাবে গ্রেফতার হবে। জাহান্নামে নিক্ষিপ্ত হবে। আল্লাহ তাআলা বলেন,

فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا

অর্থঃতারপর তাদের স্থলাভিষিক্ত হল এমন লোক, যারা নামায নষ্ট করল এবং ইন্দ্রিয়-চাহিদার অনুগামী হল। সুতরাং তারা অচিরেই তাদের পথভ্রষ্টতার সাক্ষাত পাবে।

তাই নামাযের জন্য সর্ব অবস্থায় সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করে নিজেদের কাজ করতে হবে। রাতে ঘুমানোর সময় এলার্ম দিয়ে ঘুমাতে হবে যাতে করে ফজরের সময় সহজে জাগ্রত হওয়া যায়। পাশের কাউকে ডেকে দেওয়ার দায়িত্ব দিয়ে ঘুমাতে হবে। নতুবা নামায কাযা হয়ে গেলে জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা আমাদের নাই।

সব কাজ সম্পন্ন করা সত্ত্বেও যদি জাগ্রত হতে না পারি, তাহলে যখন জাগ্রত হবো, সাথে সাথেই নামায আদায় করতে হবে‌। দেরী করা যাবে না। তবে সূর্য উঠার সময় নামায পড়া যাবে না। ঐ সময় নামায পড়া নিষেধ। হাদীস শরীফে এসেছে,

عن أنس، قال سئل رسول الله صلى الله عليه وسلم عن الرجل يرقد عن الصلاة أو يغفل عنها قال " كفارتها أن يصليها إذا ذكرها " .

৬১৫। আনাস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট এমন ব্যক্তি সম্বন্ধে জিজ্ঞাসা করা হলো যে, সে নামায আদায় না করে ঘুমিয়ে পড়ে বা নামায ভুলে যায়। তিনি বললেনঃ এর কাফফারা হলো যখনই স্মরণ আসবে তখনই তা আদায় করে নেবে।[১]

[১] সময় অতিবাহিত হয়ে গেলে সালাত কাযা করে নেবে।

فتاوی دارالعلوم دیوبند

سونے یا غفلت کی وجہ سے نماز کا قضا ہو جانا جان بوجھ کر نماز چھوڑنے میں داخل نہیں، اگر کبھی اتفاقاً سونے یا غفلت کی وجہ سے نماز قضا ہوجائے تو جب یاد آئے فوراً نماز پڑھ لیں اور اگر اکثر ایسا ہوتا ہو تو سونے سے پہلے اٹھنے کا انتظام کرلینا چاہئے۔ (الارم وغیرہ لگاکر)

والله اعلم بالصواب

উত্তর দিয়েছেনঃ মুফতী সিরাজুল ইসলাম

মুসলিম বাংলা