গোয়েন্দা তল্লাশির পর সেলাঙ্গরে অভিযান, ৪৩ অভিবাসী আটক

মালয়েশিয়ায় কাগজপত্র ছাড়াই কারখানায় কাজ করার অভিযোগে বাংলাদেশিসহ ৪৩ অভিবাসীকে গ্রেফতার করেছে ইমিগ্রেশন বিভাগ।
মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের একটি অভিযানে বাংলাদেশিসহ মোট ৪৩ অভিবাসীকে গ্রেফতার করা হয়েছে, কারণ তারা কাগজপত্র ছাড়া একটি কারখানায় কাজ করছিলেন।
মঙ্গলবার (১৯ আগস্ট), সেলাঙ্গরের জালান মেরু এলাকা থেকে একটি কাচের ফ্রেম তৈরির কারখানায় ইমিগ্রেশন বিভাগের অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গ্রেফতারকৃত ব্যক্তিদের মধ্যে বাংলাদেশের পাশাপাশি নেপাল ও মিয়ানমারের লোকেরাও রয়েছে। সেলাঙ্গর ইমিগ্রেশন বিভাগের পরিচালক খায়রুল আমিনুস কামারউদ্দিন জানিয়েছেন, “অপস মাহির” নামক অভিযানের মাধ্যমে ২১ থেকে ৪৫ বছর বয়সী এসব অভিবাসী গ্রেফতার করা হয়।
তিনি আরো জানান, অভিযান পরিচালনার আগে সংশ্লিষ্ট এলাকায় গোয়েন্দা তল্লাশি করা হয়েছিল মোট এক মাস সময় ধরে। অধিকাংশ গ্রেফতারকৃত অভিবাসী গত দুই বছর যাবৎ কাগজপত্র ছাড়া ওই কারখানায় কাজ করছিলেন।