হোয়াইট হাউসে জেলেনস্কির উষ্ণ স্বাগত, তবে শান্তি চুক্তিতে সরাসরি অগ্রগতি নেই

হোয়াইট হাউসে জেলেনস্কিকে উষ্ণ স্বাগত জানালেন ট্রাম্প, শান্তি চুক্তিতে সরাসরি অগ্রগতি হয়নি।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি হোয়াইট হাউসে পৌঁছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে অংশগ্রহণ করেছেন। বৈঠকের মূল লক্ষ্য ছিল ইউক্রেন যুদ্ধের সমাধান ও শান্তি প্রক্রিয়া নিয়ে আলোচনা।
জেলেনস্কি এবার আনুষ্ঠানিক পোশাক পরে (‘প্রায় স্যুট’), ট্রাম্প ও অন্যান্য ইউরোপীয় নেতাদের কাছে বারবার ধন্যবাদ জ্ঞাপন করেছেন। ফেব্রুয়ারিতে স্যুট না পরায় যে বৈঠকে তিনি তিরস্কার পেয়েছিলেন, তার তুলনায় এবারের বৈঠকে জেলেনস্কির উষ্ণ স্বাগত এবং খাতির লক্ষ্য করা গেছে।
বৈঠকে ট্রাম্প মস্কোর সঙ্গে সম্ভাব্য শান্তি চুক্তি এবং ইউক্রেনের নিরাপত্তা সংক্রান্ত প্রতিশ্রুতি দিয়েছেন। তবে ভূমি বিনিময়, নিষেধাজ্ঞা বা নিরাপত্তা নিশ্চয়তা বিষয়ে কোনো তাৎক্ষণিক পরিবর্তনের ইঙ্গিত দেখা যায়নি। পরিবর্তে তিনি পরবর্তী বৈঠকে বিষয়গুলো আলোচনার প্রতিশ্রুতি দিয়েছেন।
জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস বৈঠক শেষে বলেছেন, “আমরা সবাই চাই যুদ্ধবিরতি দেখতে। এটি ছাড়া পরবর্তী বৈঠক কল্পনাই করা যায় না।” ট্রাম্প বলেন, সংঘাত সমাধানে শুরুতে সরাসরি যুদ্ধবিরতি না থাকলেও অগ্রগতি সম্ভব।
এদিন বৈঠকে মার্কিনরা ইউক্রেনে সেনা মোতায়েনের প্রস্তাব দেননি, তবে অস্ত্র সরবরাহ ও অর্থনৈতিক সহায়তার প্রতিশ্রুতি দেন। ইউরোপীয় নেতারা শান্তিরক্ষা মিশন পাঠানোর প্রস্তুতি নিচ্ছেন।
জেলেনস্কি তার বক্তব্যে ইউরোপীয় নেতাদের পাশাপাশি ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকেও ধন্যবাদ জানিয়েছেন, বিশেষ করে ইউক্রেনে অপহৃত শিশুদের জন্য।