বুধবার ২০ আগস্ট ২০২৫, ভাদ্র ৫ ১৪৩২, ২৫ সফর ১৪৪৭

জাতীয়

কুয়াকাটা সৈকতে আবারও ভেসে এলো মৃত ইরাবতী ডলফিন

ওএনপি২৪ নিউজ ডেস্ক

 প্রকাশিত: ১৯:৫১, ১৯ আগস্ট ২০২৫

কুয়াকাটা সৈকতে আবারও ভেসে এলো মৃত ইরাবতী ডলফিন

কুয়াকাটা সৈকতে আবারও মৃত ইরাবতী ডলফিন ভেসে এলো; মৃত ডলফিন রক্ষা ও মৃত্যুর কারণ অনুসন্ধানে উদ্যোগী হচ্ছেন স্থানীয়রা।

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে কয়েক দিনের ব্যবধানে আবারও মৃত ডলফিন ভেসে এসেছে। প্রায় ছয় ফুট দৈর্ঘ্যের এই ডলফিন ইরাবতী প্রজাতির এবং এর পুরো শরীরের চামড়া উঠে গেছে। সৈকতে পর্যটকরা ডলফিনটি দেখতে ভিড় জমান।

ডলফিনটি আজ মঙ্গলবার বেলা দেড়টার দিকে জোয়ারে ভেসে এসে কুয়াকাটা সৈকতের ঝাউবাগান এলাকায় আটকা পড়ে। এর আগে ১ আগস্ট সৈকতে বটলনোজ প্রজাতির একটি মৃত ডলফিন পাওয়া গিয়েছিল।

উপকূলের পরিবেশ রক্ষা আন্দোলনের সদস্য কে এম বাচ্চু বলেন, “ডলফিনের মৃত্যুর সংখ্যা আগে তুলনায় কমলেও এখনও মাঝে মাঝে মৃত ডলফিন ভেসে আসে। সরকার ও গবেষণা সংস্থাগুলোকে এর কারণ অনুসন্ধান করতে হবে। কারণ ডলফিন শুধু সমুদ্রের প্রাণী নয়, এটি সমুদ্রের পরিবেশ ও স্বাস্থ্য সূচক।”

ওয়ার্ল্ডফিশের পটুয়াখালী জেলার সহযোগী গবেষক মো. বখতিয়ার উদ্দিন বলেন, “ডলফিনের রক্তাক্ত দাগ থেকে বোঝা যায়, নৌযান, মাছ ধরার যন্ত্র বা জেলেদের কার্যক্রম মৃত্যুর কারণ হতে পারে। জেলাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি ও ডলফিন অভয়ারণ্য এলাকায় জাল ব্যবহারে সীমাবদ্ধতা জরুরি।”

কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির দলনেতা রুমান ইমতিয়াজ তুষার বলেন, “কুয়াকাটায় এ পর্যন্ত ছয়টি মৃত ডলফিন ভেসে এসেছে। সেগুলো মাটিচাপা দেওয়া হয়েছে। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে ডলফিন মৃত্যুর সঠিক কারণ উদঘাটনের আবেদন করছি।”

বন বিভাগের মহিপুর রেঞ্জ কর্মকর্তা কে এম মনিরুজ্জামান বলেন, “আমরা খবর পেয়ে ঘটনাস্থলে আমাদের লোক পাঠিয়েছি। মৃত ডলফিনটিকে মাটিচাপা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।”