বুধবার ২০ আগস্ট ২০২৫, ভাদ্র ৫ ১৪৩২, ২৫ সফর ১৪৪৭

জাতীয়

৬ জেলার বাস চলাচল স্থগিত

 প্রকাশিত: ২২:২৪, ১৯ আগস্ট ২০২৫

৬ জেলার বাস চলাচল স্থগিত

মাসকান্দা বাস স্ট্যান্ড, ময়মনসিংহ।

ময়মনসিংহের মাসকান্দা বাস কাউন্টারে একদল দুর্বৃত্ত হামলা চালিয়ে ভাঙচুর এবং লুটপাট চালিয়েছে। ঘটনার জেরে বাংলাদেশের ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোণা, কিশোরগঞ্জ এবং টাঙ্গাইল—মোট ৬ জেলায় বাস চলাচল বন্ধ হয়ে গেছে। এই তথ্য নিশ্চিত করেছেন জেলা মোটর মালিক সমিতির সভাপতি ও ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আলমগীর মাহমুদ আলম।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুর ১টার দিকে। পারলে একদল লোক মোটরসাইকেলে এসে ইউনাইটেড পরিবহনের বাস কাউন্টারে হামলা চালিয়ে ভাঙচুর করে; এ সময় ল্যাপটপ ও নগদ টাকা লুট হয়। হামলার সময় হামলাকারীরা “আওয়ামী লীগ নেতা শামীমের কোনো বাস চলবে না” এমন স্লোগানও দিয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

বাস মালিক সমিতির বিদ্রোহী অংশের দাবি অনুযায়ী, তারা সমিতির নিয়ম না মানিয়ে জোর করে গাড়ি চালাতে চাচ্ছিল; তাদেরকে বাধা দেয়ায় এই ঘটনাটি সংঘটিত হয়েছে ।

বর্তমান সভাপতি জানিয়েছেন, বাস মালিকরা আতঙ্কের কারণে নিজ উদ্যোগে বাস চলাচল বন্ধ রেখেছেন। এছাড়াও, হামলাকারীরা আগুন লাগিয়ে দেওয়ার হুমকিও দিয়েছিল।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম জানিয়েছেন, প্রাথমিক ধারণা অনুযায়ী এই ঘটনা মালিক সমিতির অভ্যন্তরীণ দ্বন্দ্ব থেকে উদ্ভূত; পুলিশ, মালিক ও শ্রমিকদের সঙ্গে কথা বলে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করতে সচেষ্ট।

যাত্রীদের ভোগান্তি ব্যাপক—অনেকেই অগ্রিম টিকেট করলেও গন্তব্যে পৌঁছাতে পারছেন না; কয়েকশ যাত্রী বাস কাউন্টারে আটকে পড়েন। এক ঢাকাগামী যাত্রী ব্যথা ভেঙে বলেন, “বাসস্ট্যান্ডে এসে দেখি কাউন্টার ভাঙচুর, ফলে ঢাকায় যেতে পারছি না”।