বুধবার ২০ আগস্ট ২০২৫, ভাদ্র ৫ ১৪৩২, ২৫ সফর ১৪৪৭

জাতীয়

প্রধান বিচারপতির সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

ওএনপি২৪ নিউজ ডেস্ক

 প্রকাশিত: ১৯:৫৬, ১৯ আগস্ট ২০২৫

প্রধান বিচারপতির সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

প্রধান বিচারপতির সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ।

প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। মঙ্গলবার দুপুরে প্রধান বিচারপতির কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় পারস্পরিক কুশলাদি বিনিময় এবং বিচার বিভাগের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

সৌজন্য সাক্ষাতে ব্রিটিশ হাইকমিশনার প্রধান বিচারপতির দায়িত্ব গ্রহণের এক বছরের পূর্তিতে অভিনন্দন জানান। তিনি বাংলাদেশের বিচার বিভাগের প্রাতিষ্ঠানিক স্বাধীনতা ও প্রধান বিচারপতির উদ্যোগে বিচার বিভাগ সংস্কার, মামলায় লিগ্যাল এইড ব্যবস্থা, উচ্চ আদালতে বিচারক নিয়োগ, সুপ্রিম কোর্ট হেল্পলাইন চালু এবং অধস্তন আদালতের সক্ষমতা বৃদ্ধিসহ বিভিন্ন পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেন।

সারাহ কুক আশা প্রকাশ করেন, আগামী দিনগুলোতে দেশের সুশাসন প্রতিষ্ঠা ও ন্যায়বিচার নিশ্চিতকরণে প্রধান বিচারপতির নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এছাড়া যুক্তরাজ্য বাংলাদেশকে একটি শক্তিশালী বিচার বিভাগ গঠনে সর্বাত্মক সহযোগিতা করবে বলেও আশ্বাস দেন।