বুধবার ২০ আগস্ট ২০২৫, ভাদ্র ৫ ১৪৩২, ২৫ সফর ১৪৪৭

শিক্ষা

একাদশে ভর্তি: প্রথম ধাপে ১০ লাখ ৭৩ হাজার আবেদন, আজ রাতে ফল প্রকাশ

 প্রকাশিত: ২২:১৪, ১৯ আগস্ট ২০২৫

একাদশে ভর্তি: প্রথম ধাপে ১০ লাখ ৭৩ হাজার আবেদন, আজ রাতে ফল প্রকাশ

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা।

চলতি ২০২৫–২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপে ১০ লাখ ৭৩ হাজার ৩৩৬ শিক্ষার্থী অনলাইনে আবেদন করেছেন। ভর্তি সংক্রান্ত কমিটি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড সূত্র এটিকে নিশ্চিত করেছে।

এই আবেদন প্রক্রিয়া চলেছিল গত ৩০ জুলাই থেকে ১৫ আগস্ট রাত ৮টা পর্যন্ত। এবার আবেদন করা শিক্ষার্থীদের নির্বাচনের ফল আজ বুধবার রাত ৮টায় প্রকাশ করা হবে।

এসএসসি এবং সমমানের পরীক্ষায় মোট ১৩ লাখ ৮ হাজার ২১৮ জন শিক্ষার্থী উত্তীর্ণ হলেও, প্রথম ধাপে আবেদন করেননি ১ লাখ ৩০ হাজার ৪৭১ জন—এই তথ্যও ভর্তি কমিটির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

অভিজ্ঞরা কারণ হিসেবে উল্লেখ করছেন—অনেকে কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানে নির্বাচিত হচ্ছেন না কিংবা আবেদনের সুযোগ নাচ্ছেন না; তাই দ্বিতীয় ও তৃতীয় ধাপে আবেদন করার সুযোগ রাখা হয়েছে ।

ফল প্রকাশের পর, নির্বাচিত শিক্ষার্থীরা নির্ধারিত কলেজ বা মাদরাসায় ‘নিশ্চায়ন’ করতে পারবেন। যাঁরা তা না চান, তাঁরা পরবর্তী ধাপে আবেদন করতে পারবেন। এছাড়া নির্বাচন নিশ্চিত হলেও মাইগ্রেশনের সুযোগ থাকবে।