মঙ্গলবার ২৬ আগস্ট ২০২৫, ভাদ্র ১০ ১৪৩২, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

শিক্ষা

হাজী সেলিম ডিগ্রি কলেজ ফিরল আগের নামে

 প্রকাশিত: ২২:২১, ২৫ আগস্ট ২০২৫

হাজী সেলিম ডিগ্রি কলেজ ফিরল আগের নামে

রাজধানীর লালবাগের হাজী সেলিম ডিগ্রি কলেজ আবারও আগের নাম মেট্রোপলিস কলেজ নামে পরিচিত হবে। জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সোমবার কলেজটির নাম পরিবর্তনের আদেশ জারি করেছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক মো. আব্দুল হাই সিদ্দিক সরকার জানিয়েছেন, সিন্ডিকেটের ১৬৯তম সভার সিদ্ধান্ত অনুযায়ী নির্ধারিত ফি পরিশোধ করায় কলেজটির পুরনো নাম পুনর্বহাল করা হয়েছে। এ সংক্রান্ত চিঠি ইতোমধ্যে কলেজটির অধ্যক্ষসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।

১৯৯০ সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি কলেজ হিসেবে যাত্রা শুরু করে মেট্রোপলিস কলেজ। ঢাকা আইডিয়াল কলেজের রসায়ন বিভাগের অধ্যাপক আ ফ ম আজিজ উল হক এটি প্রতিষ্ঠা করেছিলেন। পরে ১৯৯৪ সালে কলেজটি এমপিওভুক্ত হয়।

তবে ২০১৬ সালের ২৯ সেপ্টেম্বর কলেজটির নাম পরিবর্তন করে সাবেক এমপি হাজী মোহাম্মদ সেলিমের নামে হাজী সেলিম ডিগ্রি কলেজ রাখা হয়। তার আগে ২০১৫ সালে দ্বিতীয় অ্যাকাডেমিক ভবন উদ্বোধনও করেছিলেন হাজী সেলিম।

২০২৪ সালের গণআন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নাম পরিবর্তনের ধারাবাহিকতায় এ কলেজটিও আবার আগের নামে ফিরে গেল। উল্লেখ্য, ২০২৪ সালের ২ সেপ্টেম্বর ক্ষমতার পরিবর্তনের পরপরই সাবেক এমপি হাজী সেলিমকে ঢাকার বংশাল এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে বিভিন্ন মামলায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।